• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

ঈদের পরেও স্মার্টফোনে ছাড় ও উপহারের ছড়াছড়ি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০১৯  

যারা ঈদের আগে স্মার্টফোন কিনার পরিকল্পনা করেছিলে কিন্তু ব্যস্ততার কারণে পারেননি। তাদের জন্য বিশেষ ছাড় ও উপহার নিয়েছে এসেছে স্মার্টফোন কোম্পানিগুলো।

হুয়াওয়ে কোম্পানি ক্রেতাদের জন্য ঈদের আগে থেকেই নিয়েছে কুল অফার প্লাস অফার। চলবে ১৭ আগস্ট পর্যন্ত। এ অফারের হুয়াওয়ে ফোনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যছাড় রয়েছে। এ ছাড়া নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেট কিনলে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারের আওতায় লটারিতে আরেকটি মডেলের হ্যান্ডসেট জেতার সুযোগ থাকছে। সেই সাথে উপহার হিসেবে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডফোন, ব্যান্ড এ-১ রয়েছে। পি-৩০ প্রো স্মার্টফোনটির সঙ্গে পাওয়া যাবে হুয়াওয়ের ৩৬০ ডিগ্রি ক্যামেরা। কোম্পানিটির সবচেয়ে বড় অফারটি রয়েছে পি-৩০ সিরিজের আরেকটি প্রিমিয়াম ফোন পি-৩০ তে। মূল্যছাড় ও উপহার দুটোই পাওয়া যাবে এ মডেলের হ্যান্ডসেটে। তাই ৬৪ হাজার ৯৯৯ টাকার ফোনটি এখন ১০ হাজার টাকা মূল্যছাড়ে কেনা যাবে ৫৪ হাজার ৯৯৯ টাকায়।

পি-৩০ লাইট স্মার্টফোনটি ৪ হাজার টাকা মূল্যছাড়ে কিনতে পাওয়া যাবে ২৫ হাজার ৯৯৯ টাকায়। গত বছরে বাজারে আসা নোভা থ্রিআই ২ হাজার টাকা মূল্যছাড়ে পাওয়া যাবে। এর দাম পড়বে ২২ হাজার ৯৯৯ টাকা। ফোনটি কিনলে সঙ্গে থাকবে হেডফোন। হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৯ ফোনটি ২১ হাজার ৪৯৯ টাকার পরিবর্তে কিনতে পাওয়া যাবে ১৯ হাজার ৯৯৯ টাকায়।

স্যামসাং মোবাইল কোম্পানি বাংলাদেশের ক্রেতাদের জন্য নিয়েছে এসেছে ‘আ গ্র্যান্ড ইনভাইট’ অফার। নির্ধারিত মডেলের ক্ষেত্রে প্রযজ্য এ অফারটি চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গ্যালাক্সি এস-১০ সিরিজের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে ১৫ হাজার টাকা পর্যন্ত নগদ ছাড়া পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া গ্যালাক্সি এ-৩০ ও এ-৫০ ক্রয়ে ২ হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা। এর জন্য ক্রেতাদের দেয়া হবে ২ হাজার টাকার একটি ডিসকাউন্ট ভাউচার। এটি দিয়ে ক্রেতারা স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। যারা বিকাশের মাধ্যমে দাম পরিশোধ করবেন তারা পারেন বাড়তি আরও ৫ শতাংশ ছাড়। এ অফারটি চলবে ১২ আগস্ট পর্যন্ত। এ সময়ের মধ্যে মোবাইলের দ্বিতীয় বছরের জন্য ওয়ারেন্টি সেবা কেনার ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়ে নেভার মাইন্ড অফার। যে কেউ চাইলে শূন্য শতাংশ ইন্টারেস্টে কিস্তি এবং এক্সচেঞ্জ অফার উপভোগ করতে পারবেন।

চীনা ব্র্যান্ড অপো স্মার্টফোনে বিশেষ অফার ঘোষণা দেয়া হয়েছে।  নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনে বালি ভ্রমণ, লাখপতি হওয়ার সুযোগের ঘোষণা দিয়েছে তারা। এ ছাড়াও অপো এ-৫ এস, এ-৭, এফ-১১ সিরিজ এবং অপো রেনোর সঙ্গে শতভাগ মূল্যছাড় ও উপহার দিচ্ছে প্রতিষ্ঠানটি। লটারিতে বালি ভ্রমণ, লাখপতি ছাড়াও নিশ্চিতভাবে তাৎক্ষণিক শতভাগ মূল্যছাড়, ওয়্যারলেস হেডফোন, সেলফি স্টিক, গিফট বক্স ও ইন্টারনেট বান্ডেল অফার পাবেন ক্রেতারা। এটি চলবে ঈদের পর ১৫ আগস্ট পর্যন্ত।