• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

নিজের ঘর ও সন্তানদের জন্য যে দোয়া করা আবশ্যক

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

নিজ ঘর কিংবা পরিবারের কল্যাণ চায় না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তাইতো আল্লাহর পয়গাম্বার হজরত ইবরাহিম আলাইহিস সালাম নিজ ঘর ও সন্তান-সন্তুতির কল্যাণ কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। শান্তি লাভ ও ঈমানের সঙ্গে সংশ্লিষ্ট এ দোয়াটি উম্মতে মুহাম্মাদির জন্য দিকনির্দেশনা।

হজরত ইবরাহিম আল্লাইহিস সালাম নিজের জন্য ও সন্তান-সন্তুতির জন্য এভাবে দোয়া করেন-
رَبِّ اجْعَلْ هَـذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الأَصْنَامَ
উচ্চারণ : ‘রাব্বিঝআল হাজা বালাদান আমিনাও ওয়াঝনুবনি ওয়া বানিয়্যা আন নাবুদাল আসনাম।’
অর্থ : ‘হে আমার পালনকর্তা, এ স্থানকে (নগর, শহর কিংবা ঘর) শান্তিময় করে দিন এবং আমাকে ও আমার সন্তান-সন্ততিকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৫)

কুরআনুল কারিমে উল্লেখিত এ দোয়ায় যে বিষয়টি ওঠে এসেছে, তাহলো- নিজেদের বাসস্থান, প্রত্যেকের নিজের ও নিজ সন্তানদের জন্য আল্লাহর অনুরাগী হতে দোয়া করা। এটি মুমিন মুসলমানের জন্য সবচেয়ে বেশি জরুরি।

দুনিয়া কিংবা পরকালের শান্তি ও নিরাপত্তা আল্লাহর একত্ববাদের বিশ্বাসীদের জন্য সুনির্ধারিত। আর দুনিয়ার অকল্যাণ কিংবা যন্ত্রণাদয়ক শাস্তি চায় এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বরং সব ধর্ম বর্ণ গোত্রের মানুষই চায় কল্যাণ ও শান্তি।

এ কারণেই অন্য আয়াতে প্রকৃত পক্ষে কে বা কারা দুনিয়া এবং পরকালে শান্তি ও কল্যাণের অধিকারী হবে; এ কল্যাণ লাভে করণীয়ই বা কী অন্য আয়াতে আল্লাহ তাআলা তা এভাবে তুলে ধরেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ عَلَيْهَا مَلَائِكَةٌ غِلَاظٌ شِدَادٌ لَا يَعْصُونَ اللَّهَ مَا أَمَرَهُمْ وَيَفْعَلُونَ مَا يُؤْمَرُونَ
‘হে মুমিনগণ! তোমরা নিজেদের হেফাজত কর এবং তোমাদের পরিবার-পরিজনকেও সেই (জাহান্নামের) আগুন থেকে রক্ষা কর, যার জালানি হবে মানুষ এবং পাথর। যেখানে দায়িত্ব পালনে নিয়োজিত আছে পাষাণ হৃদয়, কঠোরস্বভাবের ফেরেশতারা। আল্লাহ তাআলা যা আদেশ করেন, তারা তা অমান্য করে না আর তারা তাই করে; যা করতে আদেশ করা হয়।’ (সুরা তাহরিম : আয়াত ৬)

আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির সব মুমিন মুসলমানকে উদ্দেশ্য করে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আয়াত নাজিল করেছেন। যাতে মৃত্যুর আগেই মুমিন মুসলমান নিজেদের সব অন্যায় কাজ থেকে বিরত রেখে পরকালের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ কাছে নিজেদের ব্যাপারে আশ্রয় প্রার্থনা করে।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিজ ঘর ও সন্তান-সন্তুতির শিরকমুক্ত ঈমান লাভে কুরআনে উল্লেখিত এ দোয়া বেশি বেশি পড়ার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।