• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী

পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ সিলেটে!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

 

 

ইমামের পিছনে একটি মাত্র সারি। যেখানে চাপাচাপি করে দাঁড়াতে পারেন মাত্র সাতজন মুসল্লি। পৃথিবীতে এরকম ছোট মসজিদের আরো নিদর্শন আছে। কিন্তু সময়ের পরিক্রমায় সেগুলো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। তাই নামাজ পড়ার উপযোগী হিসেবে এ মসজিদটিই বিশ্বের ক্ষুদ্রতম মসজিদ। 

উপজেলার পর্যটন স্পট পান্তুমাই যাওয়ার পথে আরকান্দি বাজার সংলগ্ন কালাইউরা গ্রামবাসীদের কাছে এটি ‘গায়েবি মসজিদ’ নামে পরিচিত। অনেকে আবার মসজিদটিকে ‘এক ডিমের মসজিদ’ও বলে থাকেন। 

প্রাচীন স্থাপত্য শৈলীর এই মসজিদ রক্ষায় স্থানীয়রা সচেতন রয়েছেন। তবে মসজিদের কোনো ফান্ড না থাকায় এই গ্রামের অস্বচ্ছল মানুষ মসজিদটিকে রক্ষণাবেক্ষণের তেমন কোনো কাজ করাতে পারেন না। এর আগে ইউপি চেয়ারম্যান ৩৫ হাজার টাকা বরাদ্দ করে মসজিদটিতে রঙের কাজ করান।

মসজিদটি ছোট হলেও এতে রয়েছে পূর্ণাঙ্গ ঐতিহ্যের ছাপ। উত্তর-দক্ষিণে ৩.৮৪ মিটার দৈর্ঘ্য ও পূর্ব-পশ্চিমে ২.৯৫ মিটার প্রস্থের এ মসজিদের স্থাপত্যশৈলীও অপূর্ব। মসজিদের চারকোণে রয়েছে মিনারের মতো চারটি স্তম্ভ। এগুলোকে কর্তার টাওয়ার বা বুরুজ বলা হয়। ছাদ ভেদ করে সোজা উপরের দিকে উঠে গেছে এই বুরুজগুলো। আবার বুরুজের চূড়ায় রয়েছে কলস ও ফুলকুড়ি নকশা। এগুলোর গায়ে কার্ণিসের প্রায় দুই ফুট নীচে বলয়াকৃতির একটি রিং ছাড়া বিশেষ কোনো কাজ নেই। মিনারের অগ্রভাগে তিনটি কার্নিশ আছে এবং উপরে কলার থোড় আকৃতির কারুকাজ দেখা যায়।

পশ্চিমের দেয়ালের বাইরে মধ্যখানে মেহরারের অংশটি চৌকাণাকৃতি এবং সাদাসিধে সোজা ভূমি থেকে উপরের ছাদের সঙ্গে মিশে গেছে। বাইরে মসজিদের মূল ঘর থেকে উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে একটি দেয়াল আছে। মূল ঘর থেকে দেয়ালটি দক্ষিণ দিকে ২.৮৮ মিটার, পশ্চিম দিকে ১.৩৪ মিটার এবং উত্তর দিকে ১.৩৪ মিটার দূরে অবস্থিত। পশ্চিম দিকে দেয়ালের দৈর্ঘ্য ৮.৮৪ মিটার। দেয়ালের উচ্চতা ০.৭১   মিটার এবং পুরো দেয়ালের মধ্যে ৯টি মিনারাকৃতির খুটি আছে। প্রতিটি খুটির উচ্চতা ১.০৫ মিটার। প্রতিটি খুটির উপরে দৃষ্টিনন্দন মোটিফ আছে। মসজিদের পূর্ব দিকে খোলা বারান্দার মতো একটি স্থাপনা ছিল। যার কিছুটা সংস্কার করা হয়েছে। বাইরের দেয়ালের পশ্চিমে লাগোয়া দুইটি কবরস্থানের ধ্বংসাবশেষ রয়েছে।

গ্রামবাসীর মতে, কয়েক বছর আগেও এগুলো সুন্দর কারুকার্যখচিত

 

দেয়ালঘেরা ছিল। দেয়ালের উপরে আস্তর করা বলে ভেতরের ইট দেখা যায় না। মসজিদ ঘরের চারদিকে বর্ধিত কার্নিশ আছে। এতে কোনো কারুকার্য নেই। দেয়ালের উপরে কার্নিশের নীচে দেয়ালের পুরুত্বের চেয়ে খানিকটা বড় কোণাকৃতি ভিম চারপাশে দেখা যায়। এতে কোনো বিশেষ কারুকার্য নেই।

লেখক ও গবেষক আব্দুল হাই আল হাদি তার একটি নিবন্ধে গোয়াইনঘাটের ‘এক ডিমের মসজিদ’কে পৃথিবীর ক্ষুদ্রতম বলে দাবি করেন। তিনি বলেন, পৃথিবীর অন্যান্য কথিত ’ক্ষুদ্রতম মসজিদের’ সঙ্গে এ মসজিদের তুলনামূলক আলোচনার মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে, এটিই পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ। যেটি এখনো ব্যবহারের উপযোগী আছে। 

বাংলাদেশের বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারের তারাপুর মসজিদকে অনেকে পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ বলে দাবি করেন। এ মসজিদের উচ্চতা ১৫ ফুট, দৈর্ঘ্য ও প্রস্থে মসজিদটি ১৫ বর্গফুট এবং দেয়ালের পুরুত্ব দেড় ফুট। মসজিদের প্রবেশ দরজার উচ্চতা ৪ ফুট এবং চওড়া মাত্র দেড় ফুট। অনুমান করা হয় যে, এখানে একসাথে মাত্র তিনজন মুসল্লি নামাজ পড়তে পারতেন। কিন্তু এটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 

তিনি আরো বলেন, ভারতের হায়দারাবাদের কিসান বাগের ’জীন মসজিদ’কে অনেকে পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ বলে দাবি করেন। মসজিদটি প্রায় ৪০০ বছর আগে নির্মাণ করা হয়েছিল বলে অনুমান করা হয়। মসজিদটি হযরত সৈয়দ শাহ ইমাদ উদ্দিন মোহাম্মদ আল-হোসাইনি যিনি মীর মাহমুদ কি পাহাদি নামেও পরিচিত। মসজিদটি বর্গাকৃতি এবং ভেতরের আয়তন ১০ বর্গমিটার। 

এটি ভারতের ভূপালের ক্ষুদ্রতম মসজিদের চেয়ে ছোট যেটিকে পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ বলে অভিহিত করা হয়। এটিকে পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদের স্বীকৃতির জন্য প্রচারাভিযান চালানো হচ্ছে। 

লেখক আব্দুল হাই এক ডিমের মসজিদটিকে প্রায় ৪০০ বছরের পুরোনো বলে দাবি করেন। স্থাপত্যশৈলীর বিচারে মসজিদটি মুঘল আমলের অর্থাৎ ১৫৭৬ থেকে ১৭৫৭ সাল পর্যন্ত কোনো এক সময়ে নির্মাণ করা হয়েছে। অপরদিকে গোয়াইনঘাট ও মালনিয়াং রাজ্যের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, ১৩২৫ খ্রিস্টাব্দ থেকে ১৬২৫ খ্রিস্টাব্দ পর্যন্ত মসজিদ সংলগ্ন পুরো এলাকাটি বিহার সুবাহ’র অন্তর্ভুক্ত ছিল। এ সময় বিহারের সুবেদার ছিলেন ইব্রাহিম খাঁ, তার মাজারটি মসজিদ হতে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। 

পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম ডেইলি বাংলাদেশকে জানান, মসজিদটি সংরক্ষণে সরকারিভাবে কোনো উদ্যোগ নেয়া হয়নি। আগের বছর তিনি ৩৫ হাজার টাকা বরাদ্দ করে মসজিদের রঙের কাজ করিয়েছেন। ফলে কিছুটা পরিবর্তন হয়েছে, সৌন্দর্য্য বেড়েছে। সরকারিভাবে এটিকে আরো ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা যাবে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোবারক আলী বলেন, কালাইউড়া (কেনাইকোনা) গ্রামের একাংশের মানুষ এই মসজিদেই নামাজ পড়েন। মসজিদের ধারণক্ষমতা মাত্র আটজন হওয়ায় সবাই মসজিদের ভেতরে নামাজ পড়তে পারেন না। ফলে স্থানীয়দের সহযোগিতায় আমরা মসজিদের সঙ্গে টিন দিয়ে একটি অংশ বাড়িয়েছি। সেখানে মহল্লার মানুষ নামাজ পড়েন।