• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

পদ্মাসেতু উদ্বোধনে শোকসন্তপ্ত বিএনপি!

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

নানা জল্পনা-কল্পনা ও গুজবকে উড়িয়ে দিয়ে দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মাসেতু গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশ উৎসবে মেতে উদ্বোধন পালিত হল এ সেতুর।

তবে দেশের এ আনন্দঘন মুহূর্তে মন ভালো নেই বিএনপি নেতাকর্মীদের। তারা এ সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে যেন শোকে মূর্ছা গেছেন। দলের নেতাকর্মীদের আচরণে এমনটাই মনে হচ্ছে বলে মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির হাইকমান্ডের নির্দেশে ২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধনের দিনটিকে শোক পালনের জন্য নির্ধারণ করে বিএনপি। তবে এই শোক পালনে ঘি ঢেলে দেন দলের তৃণমূলের কিছু নেতাকর্মী। হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তারা পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান দেখতে যান এবং সেখান থেকে ফেসবুকে কিছু ছবিও আপলোড করেন। 

এদের মধ্যে তিনজন ছবির ক্যাপশনে লিখেছেন- ‘স্বপ্নের পদ্মাসেতু’। আর বিষয়টি নজরে আসতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জানা যায়, বিষয়টি জানার পর ফখরুলসহ সিনিয়র কোনো নেতাই বাসা থেকে বের হচ্ছেন না। পদ্মাসেতু উদ্বোধনের দিনই করোনায় আক্রান্ত হওয়ার নাটক সাজান মির্জা ফখরুল। মিডিয়ার সামনে না আসার অজুহাতের জন্যেই তিনি এ নাটক মঞ্চস্ত করেছেন বলে আরেকটি সূত্র নিশ্চিত করেছে। 

দেশের বিজ্ঞজনরা বলছেন, পদ্মাসেতু উদ্বোধন হওয়ায় সমগ্র বাংলাদেশের মানুষ আনন্দে উদ্বেলিত ও উচ্ছ্বসিত। রয়েছে যানবাহন চালকদের মধ্যেও উচ্ছ্বাস, কারণ তাদের দীর্ঘ দিনের কষ্ট লাঘব হয়েছে। পদ্মা পাড়ি দেওয়ার জন্য তাদের আর ঘণ্টার পর ঘণ্টা, দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সারাদেশের মানুষের এই আনন্দ-উচ্ছ্বাসেও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মনে আনন্দ নেই। তাদের আজ মন খারাপ। এতদিন মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা আবোল-তাবোল বকেছেন। এখন তাদের জবানই বন্ধ হয়ে গেছে। তারা যেন শোকে মূর্ছা গেছেন!

পদ্মাসেতু উদ্বোধনের দিন আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলেছেন, পদ্মাসেতু নির্মাণ ষড়যন্ত্রকারীদের জন্য সমুচিত জবাব। আর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও হয়তো এতদিনে বুঝতে পেরেছেন, হাজার ষড়যন্ত্র করেও দেশের উন্নয়নকে দমিয়ে রাখা সম্ভব নয়।