• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

‘শেখ হাসিনা ইসলাম প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, বঙ্গবন্ধু ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতাসহ ইসলামকে বিকশিত করতে নানা উদ্যোগ নিয়েছিলেন। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শনিবার বিকেলে রাজধানীর হযরত শাহ আলী (রা:) মাজার মসজিদ (মিরপুর-১) প্রাঙ্গণে বাদ আসর ঢাকা-১৪ আসনের প্রয়াত এমপি আসলামুল হকের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি, জামায়াত ও স্বৈরাচারেরা বিভিন্ন সময়ে ইসলাম ব্যবহার করেছেন, কিন্তু ইসলামের জন্য কিছুই করেনি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ন্যায় তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতি প্রদান করে কওমী জননী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। 

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, সারাদেশে ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা প্রতিষ্ঠা, পবিত্র আল কুরআন ডিজিটালাইজেশন, হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং রেকর্ড সংখ্যক হজযাত্রীর হজ পালন, ইসলামিক ফাউন্ডেশনের ৪তলা বিশিষ্ট কেন্দ্রীয় লাইব্রেরী ভবন স্থাপন, ইমাম-মুয়াজ্জিন কল্যান ট্রাস্ট প্রতিষ্ঠা, ৬১০০টি মসজিদে পাঠাগার স্থাপন, ১৮টি নতুন ইসলামিক মিশন কেন্দ্র স্থাপন, ইসলামিক ফাউন্ডেশনে পেনশন চালুকরণ, ৮০টি মাদরাসায় অনার্স কোর্স চালুসহ অসংখ্য উদ্যোগ বাস্তবায়ণ করেছেন। এতেই প্রমানিত হয় আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই ইসলাম প্রসারিত হয়। 

তিনি বলেন, ইসলামের অপব্যাখার মধ্য দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিষয়ে ধর্মপ্রাণ মুসলামানদের সতর্ক থাকতে হবে। ইসলামকে সুরক্ষিত রাখতে তাদের প্রতিহত করতে হবে। 

মিলাদ-মাহফিল শেষে দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রয়াত এমপি আসলামুল হকের স্মৃতিচারণ করে যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, আসলামুল হক ছিলেন জনগণের নেতা। জনগণের কল্যানে তিনি কাজ করেছেন।