• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

নুরুল হক নুর ‘পেইড এজেন্ট’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২১  

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসুর) সাবেক ভিপি নুরুল হক নুর আলোচনায় থাকতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। তবে তার ঘোষণাটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
অভিযোগ উঠেছে, বিএনপি-জামায়াতের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নুরুল হক নুর ‘পেইড এজেন্ট’ হিসেবে ভূমিকা পালন করছেন। রাজনৈতিক দল গঠন নিয়ে খোদ ছাত্র অধিকার পরিষদের অভ্যন্তরেই সৃষ্টি হয়েছে মতপার্থক্য।

ছাত্র অধিকার পরিষদের একটি সূত্র জানায়, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের বদৌলতে পরিচিতি পান নুরুল হক নুর। সেই পুঁজি দিয়ে মানুষের অধিকার আদায়ের নামে নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। আর তার নতুন দল গঠনের লক্ষ্য বাস্তবায়নের জন্য লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যয়ভার গ্রহণ করেছেন।

সূত্র আরো জানায়, বিএনপি-জামায়াত তাদের অতীতের দুর্নীতি ও অপশাসন দ্বারা জর্জরিত থাকায় জনগণের কাছে কোনো পাত্তা পাচ্ছে না। নুরুল হক নুর কোনো রাজনৈতিক দলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত না থাকার কারণে তাকে আর্থিক বিনিময়ে কাজে লাগাচ্ছে বিএনপি-জামায়াত চক্র। এরই মধ্যে আর্থিক লেনদেনের জন্য ছাত্র অধিকার পরিষদের ভেতরে মতানৈক্য সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র অধিকার পরিষদের এক নেতা বলেন, নুরুল হক নুরের কথা আমরাও এক সময় বিশ্বাস করেছিলাম। নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়ে আমরাও সহমত পোষণ করেছিলাম। কিন্তু দল গঠনের বিষয়ে তারেক জিয়াসহ বেশ কয়েকজন বিদেশে অবস্থানরত বাংলাদেশি রাজনৈতিক নেতার সম্পৃক্তা মেলে। ফলে আমরা বিতর্কিত কোনো রাজনৈতিক দল গঠনের পক্ষে আর নেই। নুরুল হক নুর নৈতিকতা হারিয়ে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট হতে পারেন কিন্তু আমরা হতে পারব না।

ছাত্র অধিকার পরিষদের আরেকটি সূত্র জানায়, নুরুল হক নুর মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি ডাকসু ভিপি হওয়ার পরেই ‘আঙুল ফুলে কলা গাছ’ হয়েছেন। নিজের পোশাক-পরিচ্ছেদ ঠিক রেখে তিনি বদলে ফেলেছেন জীবনযাত্রার ধরন। ভিপি পরিচয় তাকে অনেক সুবিধা পেতে সহায়তা করেছে। নুর যেখানেই লাভের সন্ধান পান, সেখানেই সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

সূত্র আরো জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক নুর রাজনৈতিক দল গঠন করতে চান। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরীর সহায়তা থাকবে। মূলত নুরের দলটি হবে বিএনপির ব্যাকআপ রাজনৈতিক সংগঠন।

বিশিষ্টজনদের মতে, সস্তা জনপ্রিয়তা পেয়ে নুর নিজের স্বার্থ হাসিলে মশগুল। অতীত কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে, স্বার্থ ছাড়া এক পা-ও সামনে অগ্রসর হন না ভিপি নুর। কারণ বিভিন্ন ইস্যুতে তিনি বিএনপি-জামায়াতের হয়ে সরকারবিরোধী নানা কথাবার্তা বলেন। যেগুলো বিভিন্ন গণমাধ্যমেও এসেছে। এখন নতুন রাজনৈতিক দল গঠন বিএনপি-জামায়াতের স্বার্থসিদ্ধির পথ তৈরি ছাড়া অন্যকিছু নয়।