• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

উজিরপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করে উপজেলা প্রশাসন। পরে জাতির পিতার ভার্স্কযে পুস্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শণ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোকসজ্জা করা হয়েছে সরকারী বিভিন্ন অফিসসহ বিভিন্ন স্থাপনায়ও। উপজেলা পরিষদ চত্তরের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন বরিশাল-২আসনের এমপি মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান।

অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার ভার্স্কযে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২আসনের এমপি মো.শাহে আলম।

বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, পৌরমেয়র ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

আলোচনা সভায় বরিশাল-২আসনের এমপি মো.শাহে আলম সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। এই স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছে বাংলাদেশ। এই সুবর্ণ জয়ন্তী উৎসবে ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন।