• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

বেলুচিস্তানে আইন অমান্য আন্দোলন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ জুন ২০২১  

বেলুচিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টি ‘এজেন্সি আইন’ অমান্য আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭৩ সালের এই দিনে তারা ঘোষণা দিলেও ঘোষণার পরবর্তী শুক্রবার থেকে আন্দোলন শুরু হবে বলে জানানো হয়। প্রদেশের পুরো ক্ষমতা লাভের উদ্দেশ্যে বেলুচিস্তান এ আন্দোলন শুরু করছে। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানানো হয়। কেন্দ্রীয় সরকার বেলুচিস্তানে আতাউল্লাহ খান মেঙ্গলের নেতৃত্বাধীন সরকারকে পদচ্যুত করে। দলের পক্ষ থেকে সদস্যদের প্রতি সে সময় কোনও অনুরোধ গ্রহণ না করার নির্দেশ দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনের বক্তব্য

বাংলাদেশ ও ভারত পারস্পরিক কল্যাণের স্বার্থে পানিসম্পদের যথাযথ ব্যবহার সম্পর্কে যৌথভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে এই দিন ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ফারাক্কা বাঁধ এবং গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ সাধনের মাধ্যমে ভারত বাংলাদেশের দুই-তৃতীয়াংশ এলাকাকে মরুভূমিতে করতে চাচ্ছে বলে কোনও কোনও মহলের উত্থাপিত অভিযোগ অস্বীকার প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই মন্তব্য করা হয়। যৌথ নদী কমিশন গঠনের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উভয় দেশের বিশেষজ্ঞদের সমন্বয়ে যৌথ নদী কমিশন গঠন করার কথা গত বছর ১৯ মার্চের যৌথ ঘোষণায় উল্লেখ করা হয়। দুই দেশের জনগণের কল্যাণের স্বার্থে সমতার ভিত্তিতে যথাযথভাবে কাজে লাগানোর জন্য কমিশন ব্যাপক জরিপ কাজ শেষে একটি প্রকল্প প্রণয়ন করবে বলে ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

১৯৭৩ সালের ১৩ জুন প্রকাশিত দৈনিক পত্রিকাচালের দাম কমেছে

দেশের বিভিন্ন স্থানে চালের মূল্য কমে যাওয়ার সংবাদে অনেকে আশ্বস্ত হলেও পর্যবেক্ষক মহল থেকে বিষয়টি একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হচ্ছিল। চালের মূল্য শহরাঞ্চল অপেক্ষা গ্রামাঞ্চলে আনুপাতিক হারে বেশি হ্রাস পায়। মন্দা বাজারে গ্রামে কেন দাম কমছে?  গত মাসে চালের দাম যেখানে ১২৫ টাকার ঊর্ধ্বে উঠে গিয়েছিল, মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম কমে ৮৪ টাকা থেকে ৯০ টাকা পর্যন্ত এসে ঠেকেছে। এর কারণ সম্পর্কে অনেকেই ধারণা করছেন যে, বোরো চাল বাজারের ওঠার পর স্বাভাবিকভাবে চালের বাজারে নিম্নগতি এসেছে। পর্যবেক্ষক মহল এই ধারণাকে একমাত্র কারণ বলে মেনে নিতে পারছে না। তাদের যুক্তি হলো, যদি ইরি ও বোরো চাল বাজারে ওঠার কারণে চালের দাম কমে থাকে, তবে রাজধানী অথবা শহরাঞ্চলে এর প্রতিক্রিয়া একইভাবে পড়তো।

বন্দি অবস্থা থেকে বাঙালিদের পলায়ন অব্যাহত

পাকিস্তানি কর্তৃপক্ষ সীমান্তে কড়া প্রহরার ব্যবস্থা মোতায়েন করা সত্ত্বেও পাকিস্তানের বন্দিদশা থেকে বাঙালিদের আফগানিস্তানে পালিয়ে যাওয়া অব্যাহত রয়েছে। অবশ্য পাকিস্তান থেকে বাঙালিদের পলায়নের হার আগের তুলনায় অনেক কমেছে বলেও জানা গেছে। সূত্রে প্রকাশ, প্রাথমিক পর্যায়ে যেখানে প্রতি সপ্তাহে ২০০ বাঙালি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতো, বর্তমানে সেই সংখ্যা সপ্তাহে গড়ে একশ’-তে এসে দাঁড়িয়েছে।

 বাংলাদেশ অবজারভার, ১৩ জুন ১৯৭৩ স্বাধীনতা বানচালের চেষ্টা চলছে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব তোফায়েল আহমেদ বলেন, ‘যারা স্বাধীনতা উত্তরকালে দেশের বিভিন্ন সমস্যার সুযোগ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে, তারা জনগণের বন্ধু নয়।’ তারা দেশের বন্ধু নয় বলেও তিনি মন্তব্য করেন। ভোলার একটি স্কুল ময়দানে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘তথাকথিত বিপ্লবী ও চরমপন্থী ব্যক্তিরা স্বাধীনতার পর দেশের সমস্যাবলীর সুযোগ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘এই তথাকথিত বিপ্লবী— যারা বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নিতে পারেনি. তারা আজ  তাদের বিদেশি প্রভুদের সঙ্গে যোগসাজশ করে অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার ষড়যন্ত্র চালাচ্ছে।’