• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২  

বরিশাল প্রতিনিধি: তোমরাই বাংলাদেশের বাতিঘর এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর, বৃহস্পতিবার  মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগীতায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান,মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ফজিলাতুন্নেসা ইন্দ্রিরা এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সচিব মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মোঃ হাসানুজ্জামান কল্লোল, মহাপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ফরিদা পারভীন, নির্বাহী পরিচালক জাতীয় মহিলা সংস্থা আবেদা আকতার, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক বরিশাল মোঃ জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ বরিশাল এ্যাডঃ তালুকদার মোহাম্মদ ইউনুস প্রমুখ।

অনুষ্ঠানে বিভাগীয় প্রর্যায়ে পাঁচ ক্যাটাগড়িতে পাঁচ জন শেষ্ঠ জয়িতা সহ ত্রিশ জনকে সম্মাননা ক্রেস্ট, সনদ ও আর্থিক সহযোগীতা প্রদান করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ফজিলাতুন নেসা ইন্দ্রিরা এমপি।

শ্রেষ্ঠ জয়িতারা হচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল সদর জাবেদা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বরিশাল সিটি কর্পোরেশন ড. রহিমা নাসিরন, সফল জননী নারী মাজেদা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যামে জীবন শুরু করে ঘুড়ে দাড়িয়ে সফলতা অর্জনকারী গৌরনদী উপজেলায় শেষ্ঠ জয়িতা মরিয়ম বেগম ও সমাজ উন্নয়নে অমসামান্য অবদান রেখে সাফল্যকারী বরিশাল সদর উপজেলার শ্রেষ্ঠ জয়িতা রেহানা বেগম।

এছাড়া বিভাগের বিভিন্ন জেলার ত্রিশজন জয়িতাকে সম্মাননা দেয়া হয়। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা জয়িতাদের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে জয়িতাদের সম্মান প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।