• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ- বিএমপি কমিশনার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২  

বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৩ আগস্ট মডেল থানা চত্বরে এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার)। দায়িত্ব গ্রহণের পরে তার উপস্থিতিতে এটিই প্রথম ‘ওপেন হাউজ ডে’।

এসময় কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অভিভাবক এবং স্কুল-কলেজ শিক্ষকদের আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার অনুরোধ জানান বিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘সন্তান বাসা থেকে বের হয়ে কোথায় যাচ্ছে, নিয়মিতভাবে স্কুল-কলেজে যাচ্ছে কিনা পিতা-মাতা হিসেবে এটা দেখা আপনার যেমন নৈতিক দায়িত্ব তেমনি শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীরা নিয়মিত স্কুল-কলেজে আসছে কিনা সে বিষয়ে অভিভাবকদের নিয়মিতভাবে অবহিত করা। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয়-ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।

এর আগে ‘ওপেন হাউজ ডে’র শুরুতে শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে ‘বিগত ওপেন হাউজ ডে’ তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত সমস্যা সমাধানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্ত একটি বিবরণী সকলের সামনে পাঠ করে শোনানো হয়।

পরে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি উত্থাপিত সকল সমস্যার সমাধানের জন্য থানার কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং পরবর্তী ‘ওপেন হাউজ ডে’ তে এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সকলের সামনে তুলে ধরার জন্য নির্দেশ দেন বিএমপি কমিশনার।

‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঁইয়া- বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী থানা) শারমিন সুলতানা রাখী, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার ও ট্রান্সপোর্ট) সাদ্দাম হোসাইন, সহকারী পুলিশ কমিশনার (বন্দর থানা ও এস্টেট) মো. মেহেদী হাসান, মডেল থানার পুলিশ পরিদর্শক লোকমান হোসেন সহ থানার সকল অফিসার-ফোর্স ও বিভিন্ন সেবাপ্রত্যাশী।

এর আগে নবনিযুক্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম কোতয়ালী মডেল থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি মডেল থানার অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের সেবা নিশ্চিত করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।