• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

বরিশালে এসেছে ৩ লাখ ১২ হাজার ডোজ করোনা ভ্যাকসিন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২১  

অবশেষে বরিশালে পৌঁছাল ৩ লাখ ১২ হাজার ডোজ করোনার ভ্যাকসিন। শুক্রবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ফ্রিজার ভ্যানে করে ভ্যাকসিন সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের বরিশালের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশাল সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেনসহ অন্যান্যরা। পরে সিভিল সার্জন কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় করোনার ভ্যাকসিন রাখা হয়।

ঢাকা থেকে পাঠানো ৩১ হাজার ২শ’ করোনার টিকা বরিশালে এসে পৌঁছেছে। পয়েন্ট ফাইভ মিলিলিটার এক ডোজ। একটি ভ্যাকসিনে ১০টি ডোজ রয়েছে। সেই হিসেবে ওই ভ্যাকসিন ৩ লাখ ১২ হাজার মানুষকে দেয়া যাবে। বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে ৫ জেলার জন্য এই ভ্যাকসিন পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, প্রথম ধাপে ঢাকা থেকে পাঠানো ৩১ হাজার ২শ’ করোনার ভ্যাকসিন গ্রহণ করি। প্রত্যেক টিকায় ১০টি ডোজ রয়েছে। পরে ওই টিকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সংরক্ষণ করা হয়েছে।

তিনি বলেন, এরমধ্যে বরিশাল জেলার জন্য ১২ হাজার, ভোলা জেলার জন্য ৬ হাজার, পটুয়াখালী জেলার জন্য ৪ হাজার ৮শ’, বরগুনা জেলার জন্য ২ হাজার ৪শ’ ও ঝালকাঠি জেলার জন্য ১ হাজা ২শ’ টিকা পাঠানো হয়েছে। বাকি ৪ হাজার ৮শ’ টিকা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে মজুত রাখা হবে।

কোন জেলায় প্রয়োজন হলে সেখান থেকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন পাঠানো হবে। তবে আজ (শুক্রবার) পিরোজপুর জেলার জন্য ভ্যাকসিন আসেনি। আগামী ৩১ জানুয়ারি পিরোজপুর জেলার ভ্যাকসিন পাঠানোর কথা রয়েছে।