• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী

চতুর্মুখী চাপে পথহারা বিএনপি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৪  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে বর্তমানে পথ খুঁজে পাচ্ছে না বিএনপি। এই নির্বাচনে জয়ের মাধ্যমে আওয়ামী লীগ টানা চারবার সরকার গঠন করেছে। বিএনপির পক্ষ থেকে যদিও বলা হয়েছিল, নির্বাচনের পর তারা আন্দোলন অব্যাহত রাখবে। কিন্তু সেই আন্দোলনে নেই কোনো গতি।
বিএনপি কালো পতাকা কর্মসূচি জেলায় জেলায় পালন করেছে, তা একটি রুটিন কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ। এই কর্মসূচি কর্মীদের হতাশা কাটাতে পারেননি। সাধারণ মানুষের মধ্যেও করেনি কোনো রেখাপাতও।

এদিকে নতুন সরকার গঠিত হওয়ার পর বিএনপি চতুর্মুখী সংকট রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা মনে করেন, ৭ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি মুখে যাই বলুক না কেন, স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। তারা রীতিমতো ভেঙে পড়েছেন। এ ধরনের অর্থহীন আন্দোলন করে বিএনপির কী লাভ? এই প্রশ্নটি এখন বিএনপির মধ্যে জোরেশোরে উঠেছে।

এসব পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙা করা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাদের কিছুতেই আস্থাশীল করতে পারছে না দীর্ঘ ১৬ বছর ক্ষমতার বাইরে থাকা দলটি।

রাজনৈতিক সচেতন ব্যক্তিরা বলছেন, বিএনপির জন্য একটি বড় সমস্যা হচ্ছে নেতৃত্ব। বিএনপি এখন মোটামুটি নেতৃত্বশূন্য একটি দল। বিএনপির মূল নেতা লন্ডনে পলাতক এবং তিনি খণ্ডকালীন নেতা। প্রায়ই তারেক জিয়াকে পাওয়াও যায় না। তিনি যখন ইচ্ছা তখন যা খুশি নির্দেশনা দেন। এভাবে একটি দল পরিচালিত হতে পারে না।

এদিকে দলের অন্যান্য নেতা যারা ঢাকায় রাজনীতি করছেন, তাদের সিদ্ধান্ত গ্রহণের কোনো এখতিয়ার নেই। এমনকি ভালো-মন্দ কিছু বলারও ক্ষমতা নেই। এ অবস্থায় নেতৃত্বহীনতা বিএনপির জন্য একটি বড় সমস্যা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এছাড়াও বাংলাদেশের মতো দেশে একটি সফল আন্দোলন গড়তে গেলে আন্তর্জাতিক সমর্থনের পাশাপাশি সহানুভূতিরও দরকার হয়। বিএনপির জ্বালাও-পোড়াও ও নানা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে বর্তমানে কিছুই পাচ্ছে না। কূটনীতিকরা আওয়ামী লীগের বিকল্পও ভাবছে না বিএনপিকে। এটি বিএনপির জন্য আরেকটি বড় সমস্যা।

বিএনপির সবচেয়ে বড় সমস্যা হলো, বিএনপি যে আন্দোলন-কর্মসূচিগুলো করছে, তা জনগণের মধ্যে রেখাপাত করছে না। জনগণ এই আন্দোলন-কর্মসূচির সঙ্গে একাত্ম হচ্ছে না। এ কারণেই জনগণের আস্থাভাজন এবং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পায়নি বিএনপি। তাই চতুর্মুখী চাপে রয়েছে পথহারা এ দলটি।