• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী

বাংলার জেমস বন্ড হিসেবে নিজেকে ধন্য মনে করি: অনন্ত জলিল

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৪  

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী চরিত্র মাসুদ রানা। শৈশব-কৈশরে যেন সবার রোমাঞ্চকর আবহে ভরপুর ছিল এই চরিত্রের সঙ্গে ওঠাবসা। ক্যামেরায় খুব বেশি ধরা দেননি মাসুদ রানা। তবে ১৯৭৪ সালে সর্বপ্রথম এই চরিত্রে ক্যামেরাবন্দি হন চিত্রনায়ক সোহেল রানা। গতবছর মাসুদ রানা আবারও দেখা দিয়েছিলেন।

গত বছর তরুণ নায়ক এবিএম সুমন মাসুদ রানা হয়ে পর্দায় হাজির হয়েছিলেন ‘এমআর-৯’ ছবিতে। তবে বইয়ের পাতার মতো ততটা ঝড় তুলতে না পারলেও এবার দেখা যাবে নতুন মুখ। তিনি সবারই পরিচিত নাম, অনন্ত জলিল।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নতুন ধাঁচে সিনেমা শুরু করছেন বলেই জানা গেছে। ছবিটির নাম ‘চিতা’। এটি নির্মিত হচ্ছে ‘অপারেশন চিতা’ গল্প অবলম্বনে। সবাইকে অবাক করে দিয়ে মাসুদ রানা হয়ে পর্দা ভাগ করে নেবেন অনন্ত জলিল। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মহরতের মাধ্যমে এমন ঘোষণা দেয়া হয়েছে।

ছবিটির মহরতের দিন অনন্ত জলিল বলেন, ‘মাসুদ রানা সিরিজে কাজ করা আমার একটি স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি, অনেকেই আমাকে বলত ‘বাংলার জেমস বন্ড’। এই যে ‘চিতা’ ছবিতে আমি কাজ করছি, এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না। অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে, বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি।’

জানা গেছে, ‘চিতা’ ছবিটি পরিচালনা করবেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। এর আগে তার পরিচালনায় ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে কাজ করেছেন অনন্ত। সেটি এখনও নির্মাণাধীন রয়েছে।

‘চিতা’ সিনেমাতেও অনন্ত জলিলের সঙ্গে থাকছেন তারই স্ত্রী, অভিনেত্রী বর্ষা। তাছাড়া ‘চিতা’ ছবির অভিনয়ে আরও থাকছেন আলিশা, সাঞ্জু জন, সীমান্ত, নাদের চৌধুরীসহ আরও অনেকে। আগামী এপ্রিল-মে নাগাদ ছবির শুটিং শুরু হবে। বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড ও ভিয়েতনামে হবে শুটিং।

এর আগে খ্যাতিমান লেখক কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় ‘এমআর-৯ : ডু অর ডাই’ সিনেমাটি। ছবিটিতে বাংলাদেশি তারকার বাইরে হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন।