• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

নতুন ২ বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

রাজধানীর আফতাবনগর ও পূর্বাচলে দুটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এই দুটি গ্রিডের মাধ্যমে ৪ লাখ ৫০ হাজার গ্রাহক নতুন সংযোগ পাবে।

রোববার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের আফতাবনগর ও পূর্বাচল (সেক্টর ২) ১৩২/৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্র দুটি উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব ড. আহমদ কায়কাউস ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান মোছা. মাকছুদা খাতুন।

এসময় বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থার প্রধান, ডেসকো বোর্ডের পরিচালক, ডেসকোর নির্বাহী পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাসহ এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ আরো বলেন, ঢাকাসহ আশপাশের এলাকায় বিদ্যুতের সঞ্চালন লাইনের টাওয়ারগুলো অপসারণ করে ভূ-গর্ভস্থ লাইন নির্মাণে বিতরণ সংস্থাগুলোকে উদ্যোগ নিতে হবে।

রাজধানীতে ডেসকো এলাকার সকল কেবল তার ১৫ দিনের মধ্যে অপসারণ করারও নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই দেশের বিদ্যুৎ বিভাগ আরও আধুনিক হোক। এখন বড় বড় বিল্ডিং হচ্ছে, বড় গ্রাহক আসছে। গ্রাহককে আরও আধুনিক ও দ্রুত সুবিধা দিতে চাই। কয়েকটি মিটিংয়ে কথা হয়েছে। আমরা ভাবছি, গ্রাহকের চাহিদা ৫০ কেভির উপরে হলে তাকে সাবস্টেশন লাগাতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, নিজেদের সাবস্টেশন বড় করে গ্রাহকের চাহিদা অনুযায়ী দেওয়া। একই সঙ্গে ডেসকোকে তাদের সিস্টেমলসও কমাতে হবে। এতে গ্রাহক ও কোম্পানি দুইয়েরই সুবিধা।

তিনি বলেন, ‘ঢাকা ও ঢাকা শহরের আশপাশে যেখানে-সেখানে বিদ্যুতের টাওয়ার রয়ে গেছে। এগুলো দ্রুত অপসারণের ব্যবস্থা নিতে হবে। এটা প্রধানমন্ত্রীরও নির্দেশ। দ্রুত আন্ডারগ্রাউন্ড ক্যাবলের দিকে যেতে হবে। ডেসকোর এলাকায় যত পোল, বিদ্যুতের বা অন্য তার আছে, তা এক সপ্তাহের মধ্যেই সরাতে হবে। আমরা ঢাকা শহরের আকাশ পরিষ্কার দেখতে চাই।’

আফতাবনগর গ্রিড উপকেন্দ্রটি ২০১৯ সালের জুন মাসে পরীক্ষামূলকভাবে চালু হয়। এটি থেকে বাড্ডা, আফতাবনগর, বারিধারা, গুলশানসহ এর আশপাশের এলাকার গ্রাহকরা বিদ্যুৎসেবা পাবেন।

পূর্বাচল গ্রিড উপকেন্দ্রটির নির্মাণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই গ্রিড উপকেন্দ্র চালুর ফলে শহরে প্রকল্প এলাকার গ্রাহকদের বিদ্যুৎচাহিদা পূরণ সম্ভব হবে।