• সোমবার ২৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ১৯ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

বরিশাল শিক্ষা বোর্ডে বেড়েছে পাসের হার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ মে ২০২০  

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে গত বছরের থেকে এবারে বেড়েছে পাসের হার। 

বোর্ডের বিভিন্ন সময়ে প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৯ সালের থেকে ২ দশমিক ২৯ শতাংশ বেড়ে এবারে মোট পাশের হার দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৭০ শতাংশে। পাশাপাশি ২০১৮ সালের থেকে এ বছরে ২৯৪টি জিপিএ-৫ বেড়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৮৩ জনে।

এ বছরে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান বিভাগে ৪ হাজার ৩১ জন, আর মানবিক বিভাগে ৩২০ জন ও বাণিজ্য বিভাগে পেয়েছে ১৩২ জন।

বিগত সময়ের চেয়ে এ বছরে এসএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল বেশি। এবছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন। যার মধ্যে ছাত্র ৫৬ হাজার ৯০ জন এবং ছাত্রী ছিল ৫৬ হাজার ৩৪৬ জন। যার মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬১৬ জন।

অপরদিকে গত বছর ৫ হাজার ৮১৫ জনের পরীক্ষার্থী কম অংশগ্রহণ করে। যার মধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ছিল ৫৪ হাজার ২২ জন। এদের মধ্যে পাস করেছিল ৭২ হাজার ৫৩৫ জন।

এছাড়াও এ বছর গত বছরের চেয়ে বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা বেড়েছে। এবছর ১০৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যা গত বছর ছিল ৯৫ জন।

এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৭৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ২৩ হাজার ৬৫৯ জন। মানবিক বিভাগে ৬৪ হাজার ২৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৪৭ হাজার ৯১৬ জন। বাণিজ্য বিভাগে ২২ হাজার ৪০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ১৮ হাজার ৪১ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, বিগত বছরের থেকে ফলাফল ভালো হয়েছে, তবে অন্যান্য বোর্ডের তুলনায় তেমনটা নয়। গণিত ও ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের যে ভয় ছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠায় এবারে বরিশাল বোর্ডে গণিত ও ইংরেজিতে ফলাফল ভালো হয়েছে। আশাকরি সামনে আরো ভালো হবে।