• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে অনলাইন শিক্ষা কার্যক্রম

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ মে ২০২০  

 

 
প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে গত ১৬ই মার্চ থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি)। অধিকাংশ শিক্ষার্থীই এখন অবস্থান করছে নিজ নিজ এলাকায়। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের একজায়গায় জমায়েত সম্ভব নয়। পাশাপাশি দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা স্থগিতের ফলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হবার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তাই স্বল্প পরিসরে পরীক্ষামূলক অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করতে চাইছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৬মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ড. সুব্রত কুমার দাস।

বিশ্ববিদ্যালয়টির প্রক্টর জানান, অনলাইন ক্লাস কার্যক্রম চালুর ব্যাপারে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে৷ ছাত্র- ছাত্রীদের শিক্ষাজীবনের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রথমে শিক্ষার্থীদের বাড়িতে বসেই করার মতো কিছু একাডেমিক কাজ দেয়া হতে পারে। সেগুলোর প্রাপ্যতা ও শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে উপস্থিতির হার পরীক্ষা করা হবে।এসব যাচাই বাছাইয়ের পর যদি কোনো সমস্যা না থাকে তবে ঈদের পর থেকে পুরোদমে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হতে পারে।

এ ব্যাপারে উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির একটা নির্দেশনা আছে অনলাইন শিক্ষা কার্যক্রমের সম্ভাব্যতা যাচাইয়ের ব্যাপারে। সেই আলোকে আমরা পরীক্ষামূলক কিছু কার্যক্রম শুরু করবো৷ বিভিন্ন বিভাগ তাদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করবেন। তাদের মতামতের ভিত্তিতে এবং পরীক্ষামূলক কার্যক্রম থেকে প্রাপ্ত ফলাফল বিবেচনা করে নিয়মিত অনলাইনে ক্লাস নেয়া শুরু হতে পারে।

তবে তিনি এটাও নিশ্চিত করেন যে, অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবান শিক্ষাজীবনের কথা মাথায় রেখে।তাদের যদি এ কার্যক্রমে কোনো সমস্যা সৃষ্টি হয় তবে সেগুলোও সমাধান করা হবে।