• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

হটলাইনে কল দিলেই বাড়িতে গিয়ে বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২০  

হটলাইনে ফোন দিলেই নাগরিকদের বাড়িতে বাড়িতে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে পুলিশ। করোনাভাইরাস সংক্রমণ রোধে গত কয়েকদিন ধরেই গৃহবন্দি সাধারণ মানুষ। এ অবস্থা মানুষের নিত্যপণ্যের প্রয়োজন মেটানোর জন্য যাতে বাইরে বের হতে না হয় সেজন্যই এ ব্যবস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে ১৭ হাজার নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে শুরু করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়া নগরী ও ১৬টি উপজেলায় সাধারণ মানুষদের এই সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া চতুর্থ দিনের মতো টহলে নেমে বাজার তদারকি করেছে সেনা সদস্যরা।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি বেসরকারি অনেক সংস্থায়ই এখন মাঠে রয়েছে। এছাড়া সরকারি বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ গৃহবন্দী। সেই সাধারণ মানুষের প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে পুলিশ চালু করেছে ডোর টু ডোর শপ। অর্থাৎ, ০১৪০০৪০০৪০০ নম্বরে কল দিলেই পুলিশ পৌঁছে দিয়ে আসবে ওই দিনের বাজার।

সিএমপির উপ কমিশনার এস এম মেহেদী হাসান বলেন, আমরা একটা হট লাইন নম্বর দিয়েছি। এখানে ফোন করলে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো দরকার তা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। যাতে তাদের বাজারে বা দোকানে যেতে না হয়।

তিনি বলেন, আমারা একটি মেডিকেল টিম করেছি। এতে পাঁচজন চিকিৎসক আছেন। তারা অনলাইনে বা ফোনের মাধ্যমে রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাবেন। অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিতে গাড়ি'ও বরাদ্দ দেয়া হয়েছে সিএমপির পক্ষ থেকে।