• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সুমি’র দেশে ফেরার ‘ফাইনাল এক্সিট’ দিয়েছে সৌদি শ্রম আদালত

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯  

সৌদি আরবে নির্যাতনের শিকার গৃহকর্মী সুমি আক্তারকে (২৬) দেশে ফেরার ‘ফাইনাল এক্সিট’ দিয়েছে সৌদি আরবের শ্রম আদালত। ফলে দেশে ফিরতে আইনি আর কোনো বাধা রইলো না সুমির। আগামী সপ্তাহের মধ্যেই তিনি দেশে ফিরতে পারবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১০ নভেম্বর) নাজরান শহরের শ্রম আদালতে এ বিষয়ক এক শুনানি অনুষ্ঠিত হয়। সুমি আক্তার, সৌদিতে তার নিয়োগকর্তা (কফিল) ও কনস্যুলেট প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

শুনানিতে কনস্যুলেট’র আবেদনের পরিপ্রেক্ষিতে সুমিকে ‘ফাইনাল এক্সিট’ দেওয়ার দাবি মঞ্জুর করেন শ্রম আদালত। একই সঙ্গে আদালত সুমির নিয়োগবাবদ তার নিয়োগকর্তার দাবি করা ২২ হাজার সৌদি রিয়েল পরিশোধের আবেদন নামঞ্জুর করেন।

এর আগে সুমির নিয়োগকর্তা অর্থের বিনিময়ে তাকে ‘কিনে’ নেওয়ার দাবি জানান, এবং সৌদি আরব থেকে তার বের হওয়ার অনুমতি (এক্সিট) দিতে ২২ হাজার রিয়াল ক্ষতিপূরণ দাবি করেন। এতে করে সুমির দেশে ফেরা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়। কিন্তু এবারে তা কেটে গেল।

সংশ্লিষ্ঠরা জানান, সম্প্রতি নির্যাতনের শিকার সুমির ভিডিও বার্তা ভাইরাল হলে দূতাবাসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সৌদি পুলিশ। পরে জেদ্দার বাংলাদেশ দূতাবাস সৌদি শ্রম আদালতে এ বিষয়ক একটি শুনানির আয়োজন করে।

সুমির দেশে ফেরার আইনি জটিলতা কেটে যাওয়ায় একটি চিঠি ইস্যু করেছেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাহ উদ্দিন। ওই চিঠিতে বলা হয়েছে, শ্রম আদালতের নির্দেশের পর তাৎক্ষণিকভাবে সুমি আক্তারকে ‘ফাইনাল এক্সিট’ দেন তার বর্তমান নিয়োগকর্তা। এর পরিপ্রেক্ষিতে ‘ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ড’র অর্থায়নে জেদ্দা কনস্যুলেটের প্রচেষ্টায় শিগগিরই সুমিকে বাংলাদেশে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপ-পরিচালক জাহিদ আনোয়ার বলেন, কনস্যুলেটের অনুরোধে সৌদি আরবের শ্রম আদালতের নির্দেশেই সুমির মালিক (কফিল) ফাইনাল এক্সিট দিয়েছে। তার পাসপোর্টও দিয়ে দেয়া হয়েছে। কনস্যুলেটের কর্মকর্তারা টিকেটের খোঁজ নিচ্ছেন। টিকেট পাওয়া মাত্রই তাকে দেশে ফিরিয়ে আনা হবে।