• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘সবকিছু আল্লাহতালা দিয়েছেন, তিনিই রক্ষা করবেন’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

 

বিশ্বের অন্যান্য দেশের মতো করোনার হানায় বন্ধ হয়ে গেছে বাংলাদেশের ঘরোয়া লিগগুলো। আজ থেকে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ড শুরুর কথা থাকলেও প্রাণঘাতী ভাইরাসটির কারণে তা আপাতত স্থগিত রয়েছে। বাংলাদেশে ইতোমধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৪ জন। যাদের মধ্যে আবার একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বেশ আতঙ্কিত এই করোনা ভাইরাস নিয়ে। তিনি দেশবাসীকে নিয়মিত নামাজ পড়ে আল্লাহর কাছে এর থেকে মুক্তির জন্য দোয়া করতে আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ মার্চ) মিরপুরে সাংবাদিকদের এ কথা বলেন মিরাজ। তিনি জানান, আল্লাহ ছাড়া এই বিপদ থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। তাই বেশি বেশি আল্লাহর ইবাদত করার পরামর্শ দেন।

মিরাজ বলেন, ‘কোনো মানুষ, কোনো ডাক্তার বাঁচাতে পারে না। কারণ সবকিছু আল্লাহতালা দিয়েছেন, তিনিই রক্ষা করবেন। এজন্য আমি বলতে চাই সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যেন এরকম দুর্যোগ থেকে আমরা রক্ষা পাই। কারণ আমি আমার লাইফে এরকম কখনো দেখিনি যে, পৃথিবী বন্ধ হয়ে গেছে, পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ আতঙ্কের ভেতরে আছে, এটা একটা অস্বস্তিকর। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে এই পরামর্শ দিতে চাই বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করুন। নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করুন। আর বিশ্বের মানুষের জন্য দোয়া করুন।’

করোনার কারণে শুধু ডিপিএল নয়, স্থগিত হয়েছে বাংলাদেশ দলের তৃতীয় দফা পাকিস্তান সফর। খেলা বন্ধের বিষয়ে মিরাজ বলেন, ‘আসলে একটা জিনিস দেখেন, সবার আগে কিন্তু জীবন। জীবনের চেয়ে তো আর বড় কোনো কিছুই হতে পারে না। তারপরও আমি যেটা বলতে চাই আগে সেফটি ফার্স্ট, তারপর সবকিছু। আমরা আগে যদি বাঁচতে পারি তাহলে অবশ্যই আমরা ক্রিকেট খেলতে পারব। তারপরও ক্রিকেট বোর্ড আছে, বাংলাদেশের সরকার আছে, তারা যে সিদ্ধান্ত দেবেন অবশ্যই মানুষের ভালোর জন্যই দেবেন। সবাই সেফ থাকে সেই ডিসিশনটাই তারা দেবেন।’

জাতীয় দলের এই স্পিনার বারবারই নামাজ পড়ার তাগিদ দেন। তিনি বলেন, ‘আমি সবচেয়ে বেশি যে মেসেজটা দিতে চাই তা হলো, সবসময় পাক-পবিত্র থাকাটা খুব জরুরি। সবসময় হাত ধোয়ার ভেতরে থাকাটা ভালো। যেমন ঘণ্টায় ঘণ্টায় বা বাসায় থাকলে বা বাইরে থেকে আসলে হাত ধোয়া। হাত ধোয়ার বিভিন্ন নিয়ম আছে এই নিয়মগুলো মানাটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো থিওরি হল যে, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে আপনার আর কিছু লাগবে না আমার মনে হয়। পাঁচ ওয়াক্ত নামাজ সবাই পড়বে তাহলে পাঁচবার হাত ধোয়া হবে অটোমেটিক, তখন আল্লাহর রহমত হবে।’