• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শেষ টি-টোয়েন্টিতে কাল মাঠে নামছে বাংলাদেশ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৯ নভেম্বর ২০১৯  

ঐতিহাসিক জয় দিয়ে ভারত মিশন শুরু করলেও ব্যাটিং ছন্দহীনতায় ভাটা পড়েছে দ্বিতীয় ম্যাচে। ফলে, এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতের স্বপ্ন খোয়া গেছে টাইগারদের। তবে, সিরিজ জয়ের আশা এখনো ফুরিয়ে যায়নি মাহমুদুল্লাহ-মুশফিকদের। 

সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল রোববার ভারতের নাগপুরে মাঠে নামছে উভয় দল। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রোহিতরা। তবে একেবারে ফুরিয়ে যায়নি মুশফিকরাও। তাই তো জয়ের আশা নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় ম্যাচে দারুণ সূচনা করেও টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় তা ধরে রাখা যায়নি। যেখানে ১২ ওভারে শতকের ঘরে বাংলাদেশ, সেখানে পরবর্তী ৮ ওভারে এসেছে মাত্র ৫৫ রান। 

ক্রিকেটে ছন্দে থাকার ওপর অনেক কিছুই নির্ভর করে। তা সে ব্যক্তিগতই হোক বা দলগত। ছন্দে থাকলে নিজের দিনে অনেক অঘটনই ঘটানো সম্ভব। তবে রাজকোটে সেই ছন্দই যেন দেখা যায়নি বাংলাদেশের ব্যাটিংয়ে। 

ওপেনার লিটন দাস একাধিকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ওয়ানডাউনে নামা সৌম্য সরকারের নিকট যে ঝমকালো ইনিংস আশা করেছিল টাইগার ভক্তরা, তার শিকি ভাগও এদিনে পূরণ করতে পারেননি তিনি।

নির্ভরতার প্রতীক মুশফিকুর রহিম বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে চাহালের বলে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন। ফলে, বড় স্কোরের পথে হোচট খায় বাংলাদেশ।

দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ কিছুটা চেষ্টা করেও পারেননি। হতাশ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকতও। ফলে, ব্যাটিং ক্রিজে কাঙ্খিত স্কোর গড়তে না পারার প্রভাব পড়ে বোলারদের ওপর। 

জবাব দিতে নেমে শুরু থেকেই মারমুখী হয়ে ওঠে ভারতীয় দুই ওপেনার। নবাগত বোলার আমিনুলের বলে শিখর ধাওয়ানের সাজঘরে ফিরলেও অধিনায়ক রোহিত শর্মার দানবীয় ব্যাটিয়ে ১৫ দশমিক ৪ ওভারেই জয়ের বন্দরের পৌঁছে যায় ভারত। এর মধ্যদিয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরায় টিম ইন্ডিয়া। 

তবে, তৃতীয় ও শেষ ম্যাচে সিরিজ জয়ে বেশ আটঘাট বেধেই নামছে উভয় দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে স্বাগতিক ভারত ও সফরত বাংলাদেশি শিবিরে আসতে পারে পরিবর্তন।

ভারতের নাগপুরে ভিদারবা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।