• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শরীরে ১০ লক্ষণে বিপদের শঙ্কা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২০  

মানব শরীর অনেকটা যন্ত্রের মতো। নানা কাজে নিজেকে যেমন ব্যবহার করা যায়, তেমনি এর যত্ন নেয়া ও সুরক্ষা দেয়া জরুরী। অনেক সময় ছোটখাটো সমস্যাকে আমরা গুরুত্ব দেই না। কিন্তু ছোটখাটো বেশ কিছু সমস্যা রয়েছে যা বড় বিপদের কারণ হতে পারে।


 এমন ১০টি সমস্যা হলো-

১. বুকে ব্যথা:
বুকে ব্যথা হওয়ার অনেক কারণ থাকতে পারে। হঠাৎ করে বুকে ব্যথা হলে মনে করা হয় গ্যাসট্রিক। কিন্তু হৃদরোগের কারণে বুকের ব্যথা হতে পারে। ফলে বুকে ব্যথা হলে হৃদরোগের সমস্যা রয়েছে কিনা তা পরীক্ষা করা দরকার।

২. চাপ ছাড়াই ক্লান্তি:
অনেক সময় কাজের চাপে ক্লান্তি ভাব আসতে পারে। কিন্তু কাজের চাপ ছাড়াই যদি ক্লান্তি আসে তাহলে ডাক্তারের কাছে যাওয়া দরকার। থাইরয়েড বা অপুষ্টির কারণে এ সমস্যা হতে পারে।

৩. মাথাব্যথা:
বেশিক্ষণ রোদে থাকলে বা মানসিক চাপে অনেক সময় মাথাব্যথা করতে পারে। এতে চিন্তার কিছু নেই। কিন্তু মাথাব্যথা অন্য কারণেও হতে পারে। পানিশূন্যতা বা পুষ্টিহীনতা থেকে মাথাব্যথা হতে পারে। ফলে মাথাব্যথা হলে ডাক্তার দেখানো প্রয়োজন।

৪. পেটের অসুখ:
মাঝে মধ্যে খাওয়ার সমস্যার কারণে পেটের অসুখে ভোগা মানুষের সংখ্যা কম নয়। কিন্তু যদি দিনে একাধিকবার বা প্রায়ই পেটের অসুখ দেখা দেয় তাহলে ডাক্তারের কাছে যাওয়া জরুরী।

৫. ওজন:
অনেক সময় হঠাৎ করেই ওজন কমে যেতে পারে। এই লক্ষণটিতে বিপদের শঙ্কা রয়েছে। ক্যান্সার, ডায়বেটিস বা ভাইরাসের সংক্রমণ কারণে দ্রুত ওজন কমে যেতে পারে।

৬. আঁচিল ও তিল:
শরীরের দীর্ঘ দিন ধরে যেসব তিল বা আঁচিল থাকে তা সমস্যার কিছু না। কিন্তু হঠাৎ করে তিল বা আঁচিলের সংখ্যা বাড়লে বিপদের শঙ্কা রয়েছে। এজন্য ডাক্তারের কাছে যেতে হবে।

৭. পাতলা চুল:
চুলের ঘনত্ব কমে যাওয়ার কারণ অনুসন্ধান করতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে চুলের ঘনত্ব কমে যাওয়াটা ভয়ংকর। পুষ্টিহীনতা বা কোনো অসুখে এমন হতে পারে। এজন্য চিকিৎসকের কাছে যেতে হবে।

৮. নাক ডাকা:
নাক ডাকাকে সব সময় স্বাভাবিক ভাবা ভুল হবে। অনেক সময় হৃদরোগ বা ক্লান্তির কারণে নাক ডাকার সমস্যা হতে পারে। হঠাৎ নাক ডাকা দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে।

৯. ত্বকের সমস্যা:
শরীরে র‌্যাশ, অ্যাজমা বা সংক্রমণ অনেক সময় রোগের বার্তা দেয়। তবে পুষ্টির অভাব বা অ্যালার্জির কারণেও এমনটি হতে পারে। কী কারণে সেটি হচ্ছে তা বের করতে ডাক্তারের কাছে যাওয়া জরুরী।

১০. ঠোঁট ফাটা:
অনেক সময় ঠোঁট ফাটলে আমরা গুরুত্ব দেই না। কিন্তু ঠোঁট ফাটার নির্দিষ্ট কারণ রয়েছে। ভিটামিন বি এর অভাবে এটি হয়ে থাকে। এতে রক্তশূন্যতা দেখা দিতে পারে।