• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

র‌্যাব-৮ এর অভিযানে বরিশালে শিশু ধর্ষণকারী গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল আজ ২৭ ফেব্রুয়ারি সকালে বরিশাল লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে  ধর্ষক রিফাত সাহাকে গ্রেফতার করে।

গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে আগত ১৩ বছরের শিশুকে কে বা কারা ধর্ষণ করেছে এবং বরিশাল লঞ্চঘাট এলাকায় নৌ পুলিশ ভিকটিমকে উদ্ধার করে বিএমপি কোতয়ালি থানায় জমা দেয় এবং থানা থেকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই সংবাদ প্রাপ্তিতে র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, রিফাত সাহা (২৫), পিতা- সেলিম সাহা, সাং- রসুলপুর, থানা- কোতয়ালি, বিএমপি, বরিশাল গত ২৪ ফেব্রুয়ারি বেলা ২টায় লঞ্চঘাট থেকে বাড়ী নিয়ে যাওয়ার কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। 

প্রাথমিক ভাবে আটককৃত রিফাত সাহা ঘটনার সত্যতা স্বীকার করে এবং ভিকটিম আসামীকে সনাক্ত করে। উল্লেখ থাকে যে, মেয়েটি তার বাবা মার সাথে ঢাকায় থাকে । ২৩ ফেব্রুয়ারি সে কাউকে কিছু না বলে তার বোনের বাড়ীর উদ্দেশ্য ঢাকা থেকে লঞ্চ যোগে বরিশাল রওনা করে। ২৪ ফেব্রুয়ারি ভোরে লঞ্চ থেকে নামার পর সে কিছু চিনতে না পেরে কান্নাকাটি করতে থাকে। তখন রিফাতের সাথে তার দেখা হয়  এবং রিফাতকে বলে আমি ঢাকা যাব। রিফাত তখন ছোট্র মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে ঢাকা পাঠানো কথা বলে একটি হোটেলে নিয়ে ধর্ষণ করে। প্রাথমিক ভাবে মেয়েটিকে খুবই বিমর্ষ ভীত এবং মানসিবভাবে অসুস্থ বলে মনে হয়েছে।

আসামী রিফাতকে বিএমপি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।