• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাবির ভর্তি পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯  


  
রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষক-শিক্ষার্থীদের সমালোচনার প্রেক্ষিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পদ্ধতিতে আংশিক পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বের ইউনিটভিত্তিক যে সীমাবদ্ধতা ছিল, তা বাতিল করা হয়েছে। ফলে একজন ভর্তিচ্ছু সবগুলো ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এছাড়াও আবেদন ফি ২ হাজার ৩৫ টাকা থেকে ১ হাজার ২৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা সংক্রান্ত উপ-কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০-২২ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি উপ-কমিটির সদস্য প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পরীক্ষা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। একজন শিক্ষার্থী কেবল একটি ইউনিটে পরীক্ষার যে সীমাবদ্ধতা ছিল তা বাতিল করা হয়েছে। এছাড়া কমানো হয়েছে আবেদন ফি।’
এর আগে ২৪ জুলাই ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন ফি কমানো, পৃথক বিভাগ পরিবর্তন ইউনিট রাখা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। একই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্বারকলিপি দেয় ছাত্রলীগ, ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা। নতুন নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সিনিয়র শিক্ষক।
শিক্ষক-শিক্ষার্থীদের সমালোচনার প্রেক্ষিতে গত ৩ আগস্ট ভর্তি পরীক্ষা নিয়ে উপ-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কলা অনুষদের (কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) পক্ষ থেকে ‘এ’ ইউনিটে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ রাখার সুপারিশ করা হয়। কিন্তু উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান দেশে না থাকায় কোনও সিদ্ধান্ত নিতে পারেনি।
এবার শিক্ষার্থীদের ৫৫ টাকা দিয়ে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে। প্রাথমিক আবেদন থেকে প্রতি ইউনিটে সর্বোচ্চ ৩২ হাজার শিক্ষার্থীকে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। প্রাথমিক আবেদনে উত্তীর্ণ প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা দিয়ে চূড়ান্ত আবেদন করতে হবে। এ, বি, সি- এই তিনটি ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।