• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রশিদ খানদের পাত্তাই দিল না উইন্ডিজ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৯  


  
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে দুর্দান্ত সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের লখনৌ-এর ভারত রত্ন শ্রী অটল বিহারি বাজপায়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে রশিদ খানের দলকে ৭ উইকেটে হারায় তারা।

অধিনায়কত্ব পাওয়ার পর এটাই রশিদ খানের প্রথম ওয়ানডে ম্যাচ। প্রথম পরীক্ষায়ই ম্যাচ ও টস- দুটোতেই হারের স্বাদ পেলেন এ অধিনায়ক। ফলে প্রতিপক্ষের সিদ্ধান্তে ব্যাটিংয়ে নামতে হয় তার দলকে। 

তবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় আফগানরা। ম্যাচের পঞ্চম ওভারে ৯ রান করে শেলডন কটরেলের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান হজরতউল্লাহ জাজাই। এরপর দলীয় ১৫ রানে ৫ রান করে আউট হন জাভেদ আহমাদিও। জেসন হোল্ডারের বলে নিকোলাস পুরানকে ক্যাচ দিয়ে আউট হন তিনি।

শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তবে এরপরই দলের হাল ধরেন রহমত শাহ ও নবাগত ইকরাম আলি খিল। এ দুইজন গড়েন ১১১ রানের জুটি। ৬২ বলে ৬ চার ও ১ ছয়ে ৫৮ রান করে খিল রানআউট হলে ভাঙে এ জুটি। ইকরাম আউট হওয়ার পর স্কোরবোর্ডে কোনো রান যোগ না করে নাজিবুল্লাহ জাদরানও আউট হন। 

এরপর ইনিংসের ৩৩তম ওভারে ৮০ বলে ৬১ রান করে রহমত শাহও আউট হন। দলীয় ১৫২ রানে রহমত শাহ আউট হওয়ার পর আর বেশিদূর এগোতে পারেনি আফগানরা। ১৯৪ রানেই অলআউট হয় দলটি। শেষদিকে, ১৯১ থেকে ১৯৪ রানেই তারা হারায় ৪ উইকেট। 

জেসন হোল্ডার, রোস্টন চেজ ও রোমারিও শেভার্ড ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া হেইডেন ওয়ালশ ও শেলডন কটরেল শিকার করেন একটি করে উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজও বিপর্যয়ে পড়ে। মুজিব উর রহমান ও নাভিন উল হকের আঘাতে ২৫ রানেই ২ উইকেট হারায় তারা। ৭ রান করে মুজিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে লুইস। অন্যদিকে ৩ রান করা হেটমায়ারকে খিলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন নাভিন। 

তবে শুরুর ধাক্কা সামলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। শাই হোপ ও রোস্টন চেজের ১৬৩ রানের জুটি দলকে সহজ জয় উপহার দেয়। ৯৪ রান করে মুজিবের বলে আউট হন চেজ। ১১ চারে এ ইনিংস সাজান তিনি। তবে নিকোলাস পুরানকে নিয়ে দলকে ৭ উইকেটের জয় উপহার দিয়েই মাঠ ছাড়েন হোপ। তিনি ৫ চারে ৭৭ রান করে অপরাজিত থাকেন।