• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মার্কিন অভিযানে ওসামা বিন লাদেনের ছেলে হামজা নিহত: ট্রাম্প

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

আফগান-পাকিস্তান এলাকায় মার্কিন সন্ত্রাসবিরোধী অভিযানে সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন নিহত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিবৃতিতে হামজা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন তিনি। মার্কিন বার্তাসংস্থা সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামজার মৃত্যুর কথা জানালেও বিস্তারিত কোনও তথ্য জানাননি মার্কিন প্রেসিডেন্ট।

এফবিআই’র তথ্য অনুসারে, সৌদি আরবের জেদ্দায় ১৯৮৯ সালে জন্ম হয় হামজা বিন লাদেনের। ওসামা বিন লাদেনের ২০ জনের বেশি সন্তানের একজন হামজা। ২০১১ সালে মার্কিন নেভি সিল টিমের অভিযানে ওসামা নিহতের পর আল-কায়েদার গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হয় হামজা। ২০১৭ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসীদের কালো তালিকায় হামজা বিন লাদেনকে বিশেষ ধরনের আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর অর্থ যুক্তরাষ্ট্রের কোনও নাগরিক হামজার সঙ্গে কোনও ধরনের যোগাযোগ বা সম্পর্ক রাখতে পারবেন না। এছাড়া যুক্তরাষ্ট্রের জুরিসডিকশনের মধ্যে থাকা হামজার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হামজার তথ্যের জন্য ১ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে। পরে চলতি বছরের আগস্টে এক মার্কিন সামরিক সূত্র দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানায়, মার্কিন সরকারের ধারণা গত দুই বছরের মধ্যে হামজা নিহত হয়েছে। এছাড়া দুই মার্কিন কর্মকর্তা হামজা নিহত বলে ধারণার কথা জানিয়েছিলেন। তবে ওই সময়েও বিস্তারিত কিছু জানাতে পারেননি মার্কিন কর্মকর্তারা।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘হামজার মৃত্যু আল-কায়েদাকে কেবল গুরুত্বপূর্ণ নেতৃত্বের দক্ষতা ও তার বাবার প্রতীকী সংযোগ থেকেই শুধুই বিচ্ছিন্ন করেনি, পাশাপাশি ওই গোষ্টীর গুরুত্বপূর্ণ অভিযান পরিচালনার কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পরিকল্পনা ও চুক্তির জন্য দায়ীও হামজা।’

এর আগে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে গত আগস্টে সাক্ষাৎকারে হামজার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। তবে ওই সময় তৃতীয় কোনও নির্ভরযোগ্য সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করা যায়নি।

সৌদি আরবের সংবাদমাধ্যম উম আল-কুরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের গোড়ার দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক রাজ আদেশে হামজা বিন লাদেনের নাগরিকত্ব বাতিল করে রিয়াদ।