• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারতের আরভি বেঙ্গল গঙ্গার ভ্রমণকে সফল বললেন পর্যটকরা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯  

ভারতের কলকাতা থেকে আসা পর্যটকবাহী জাহাজ আরভি বেঙ্গল গঙ্গার এগারোদিনের ভ্রমণকে সফল ভ্রমণ হিসেবে উল্লেখ করেছেন আগত পর্যটকরাসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবিবার বিকেলে এ সম্পর্কে নানা সফলতার দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করেন এই ভ্রমণের সহযোগী বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান জার্নি ওয়ালেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন আরভি বেঙ্গল এর ব্যবস্থাপনা পরিচালক রাজ সিং, ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা দীপাক বড়ুয়া এবং ইন্ডিয়া ওয়াটার ট্রান্সপোর্ট অথোরিটির (আই ডব্লিউআই) সাবেক চেয়ারম্যান নোটন গুহ বিশ্বাসসহ বিদেশী পর্যটকরা।
রবিবার বিকেল পাঁচটায় ফতুল্লার পাগলা এলাকায় বুড়িগঙ্গা নদীতে এসে নোঙ্গর করা আরভি বেঙ্গল গঙ্গার ছাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুরুতেই বিদেশী পর্যটক ও অতিথিদের আনুষ্ঠানিকভাবে সম্মানসূচক উত্তরীয় ব্যাচ পড়িয়ে দেন জার্নি ওয়ালেটের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান। পরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে এই ভ্রমণ সম্পর্কে নানা সফলতার কথা তুলে ধরে তিনি জানান, প্রথমবারের এই ভ্রমণের ব্যাপারে বিদেশী পর্যটকরা সন্তোষ প্রকাশ করেছেন। ভিসার ব্যপারে নানা জটিলতা থাকলেও সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া গেছে। আগামী ২ মে রংপুরের চিলমারি নদীবন্দর দিয়ে ভারতে থেকে গঙ্গা বিলাস নামে আরেকটি আধুনিক পর্যটকবাহি জাহাজ ভ্রমণে আসবে। পর্যায়ক্রমে প্রতি সপ্তাহে একটি করে জাহাজ আসার পরিকল্পনা রয়েছে। সরকারের এই সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আমেরিকা, ইংল্যান্ড, ইতালি ও অস্ট্রেলিয়ার ছয়জন পর্যটকসহ ঊণিশজন যাত্রী ও ত্রিশজন ক্রু নিয়ে আরভি বেঙ্গল গঙ্গা গত ২৯ মার্চ দুপুর সাড়ে বারোটায় ভারতের কলকাতার খিদিরপুর বন্দর থেকে জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে। ৩০ মার্চ সন্ধ্যায় খুলনার আংটিহারা বন্দরে কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে বাংলাদেশে প্রবেশ করে জাহাজটি। এরপর মংলা, বরিশাল ও চাঁদপুর হয়ে গত শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নারায়ণগঞ্জে নদীবন্দরে বিআইডব্লিউটিএর ভিআইপি জেটিতে এসে যাত্রাবিরতি করে। বাংলাদেশে টানা নয়দিন অবস্থান করে পর্যটকরা দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বিশেষ করে খুলনার সুন্দরবন, সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগর, পুরাতন ঢাকার আহসান মঞ্জিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন ছাত্রাবাস ঘুরে দেখেন। তবে সুন্দরবন ও পানামনগরের সৌন্দর্য্য বেশি মুগ্ধ করেছে পর্যটকদের। এই ভ্রমণকে স্মরণীয় ভ্রমণ হিসেবে উল্লেখ করে আবারো দীর্ঘমেয়াদী ভ্রমণে বাংলাদেশে আসার কথাও জানান তারা।
তিন হাজার কিলোমিটার দৈর্ঘের বাংলাদেশের নদীপথের সৌন্দর্যকে স্বপ্নের ভ্রমণ হিসেবে উল্লেখ করে করে বেঙ্গল গঙ্গার ব্যবস্থাপনা পরিচালক রাজ সিং জানান, প্রথমবারের এই ভ্রমণকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন তারা। আর এতে সফলও হয়েছেন। বাংলাদেশের নদীপথ এবং বিভিন্ন দর্শনীয় স্থানের প্রশংসাও করেন তিনি। ভবিষ্যতে আরো আধুনিক জাহাজে করে ভারত থেকে বিভিন্ন দেশের পর্যটদের নিয়ে বাংলাদেশে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর এই ভ্রমণের মাধ্যমে বিরাট অভিজ্ঞতা অর্জনসহ নৌ-পথে দু’দেশের ভবিষ্যত উজ্জ্বল সম্পর্ক সৃষ্টির সম্ভাবনার কথা জানান ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা দীপাক বড়ুয়া।
তিনি বলেন, এই ভ্রমণটি তার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ভারত-বাংলাদেশের এই নৌ-যোগাযোগ ব্যবস্থা দু’দেশের মানুষের মধ্যে সম্পর্ক সৃষ্টি করবে এবং রাষ্ট্রীয়ভাবে দু’দেশের মধ্যে রাজনৈতিক, কূটনৈতিক ও পর্যটনসহ সব ধরনের সম্পর্ক আরো দৃঢ় হবে। এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদও জানান তিনি।
আজ সোমবার সকাল আটটায় ফতুল্লার পাগলা জেটি থেকে পুনরায় ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে আরভি বেঙ্গল গঙ্গা। তবে পর্যটক ও অতিথিবৃন্দ বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবেন আকাশপথে।