• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাবুগঞ্জে চাল আত্মসাতের অপারাধে দুই মেম্বারের কারাদণ্ড

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

বরিশালের বাবুগঞ্জে জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্যবন্ধব কর্মসূচির চাল আত্মসাতের অপারাধে দুই ইউপি সদস্যকে (মেম্বার) ভ্রাম্যমান আদালতে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডিতরা হলেন- উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের মেম্বর মো. রোকনউজ্জামান ও মো. জাকির হোসেন। এর আগে সন্ধ্যার দিকে বরিশাল র‌্যাব-৮ সদস্যরা সরকারি চালসহ ওই দুই মেম্বারকে আটক করে। বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ হালদার বিএসএল নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দ্বিতীয় দফায় একই ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম এর বাড়িতে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮। এসময় ওই বাড়ি থেকে আরো ১৮৩ বস্তা চাল জব্দ করে তারা। তবে র‌্যাবের প্রথম অভিযান টের পেয়েই আত্মগোপনে চলে যায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যান নূরে আলম। ফলে দ্বিতীয় দফার অভিযানেও তাকে ধরতে পারেনি র‌্যাব।

অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) জানান, ‘প্রথম দফায় ওজনে কম চাল দেয়ার অভিযোগে পেয়ে অভিযান চালান তারা। এসময় দুই মেম্বারকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা জেলেদের ৪০ কেজি চাল দেয়ার কথা থাকলেও ৩০ কেজি করে দিয়েছে। বাকিটা তারা আত্মসাত করেছে বলে অভিযোগ রয়েছে। যদিও আটককৃত দুই মেম্বার স্বীকার করেছে ইউপি চেয়ারম্যান নূরে আলম তাদেরকে ৩৫ কেজি করে চাল দিয়েছে। বাকি পাঁচ কেজি তিনি নিজে রেখে দিয়েছেন। তাই মেম্বারদ্বয় ৫ কেজি করে চাল রেখে জেলেদের মধ্যে ৩০ কেজি করে বন্টন করেছে।

র‌্যাব-৮ এর ওই কর্মকর্তা বলেন, ‘দুই মেম্বারের স্বীকারক্তি অনুযায়ী তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরিচালিত মোবাইল কোর্টে সোপর্দ করা হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিৎ হালাদার বলেন, ‘পরিমানে চাল কম দেয়ার অভিযোগে ওই দুই মেম্বারকে এক মাস করে বিনাশ্রম করাদণ্ড প্রদান করা হয়েছে। তবে যেহেতু চেয়ারম্যানকে সেখানে পাওয়া যায়নি তাই তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি।

দুই মেম্বারের স্বীকারক্তির বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, চেয়ারম্যান প্রতি জেলে কার্ডের বিপরিতে পাঁচ কেজি করে চাল কম দিয়েছে বলে স্বীকার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলমের বাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের বিপুল পরিমান চাল রয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তথ্য জানালেও রহস্যজনক কারণে তিনি বিষয়টি এড়িয়ে যান। এমনকি এ বিষয়ে তিনি নিজে খোঁজ না দিয়ে বিএসএল নিউজ এর সংশ্লিষ্ট প্রতিবেদককে খোঁজ নিতে বলে বিষয়টি এড়িয়ে যান।

এই কিছু সময় পরেই র‌্যাব-৮ উপজেলার কেদারপুর ইউনিয়নের স্টিমারঘাট এলাকায় নূরে আলমের মালিকানাধিন একটি ঘরে অভিযান পরিচালনা করে। সেখানে কাউকে না পেয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৮৩ বস্তা সরকারি চাল মজুদ পান তারা। পরে সেখানে নতুন তালা ঝুলিয়ে দিয়ে আসে র‌্যাবের টিম।

দ্বিতীয় দফায় অভিযানে চেয়ারম্যানের ঘর থেকে চাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত হতে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, অভিযানের ঘটনাটি সঠিক। তবে এখনো অভিযান চলছে। তাই অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানাগেছে, ‘কেদারপুর ইউপি চেয়ারম্যান নূরে আলম পূর্বে থেকেই বিতর্কিত। ইতিপূর্বে তার বিরুদ্ধে গরু চুরি, ড্রেজার এবং নারায়ণগঞ্জ থেকে ভেকু চুরির অভিযোগ রয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যানে ঘনিষ্ট এই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে রয়েছে মানুষের জমি দখলের অভিযোগও।

যা নিয়ে আঞ্চলিক এবং জাতীয় দৈনিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। এর পরেও সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছত্রছায়ায় থেকে পার পেয়ে যায়। তবে বার বার পার পেয়ে গেলেও এ দফায় র‌্যাবের হাতে ধরা পড়েছেন নানা দুর্নীতিতে আলোচিত এই চেয়ারম্যান।