• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে লঞ্চ ও বাসে স্বাস্থ্য বিধি মানতে কঠোর নির্দেশনা

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১ জুন ২০২০  

বরিশালে যাত্রীবাহী লঞ্চ এবং বাসে স্বাস্থ্য বিধি মানতে কঠোর নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। এ নির্দেশনা বাস্তবায়নে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে লঞ্চ ও বাস মালিকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল, ল  মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টুসহ বাস মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় যাত্রীবাহী লঞ্চ ও বাসে শারীরিক দুরত্ব রক্ষাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেন জেলা প্রশাসক। এছাড়া স্বাস্থ্য বিধি মানতে লঞ্চের বাইরে টিকিট কাউন্টার স্থাপন করে আগাম টিকিট কেটে ডেক ও কেবিনের যাত্রীদের ভেতরে প্রবেশ করানো, শারীরিক দুরত্ব রক্ষায় লঞ্চগুলোর ডেকে ধারন ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন এবং লঞ্চ  ও বাসের যাত্রা শেষে পরিষ্কার পরিছন্ন করাসহ যাত্রা শুরুর পূর্বে জীবানু নাশক স্প্রে করার নির্দেশ দেয়া হয়।
 
এছাড়া ভাড়ার বিষয়েও নির্দেশনা দেয়া হয়। বাসে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনসহ বর্ধিত ৬০ ভাগ ভাড়ার বেশি আদায় না করা এবং লণঞ্চ  ও বাসে অসুস্থ যাত্রী থাকলে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশানকে অবহিত করতে বলা হয়।  

 

জেলা প্রশাসন বলেন, এ নির্দেশনার কোন ব্যতয় ঘটলে ওই সকল লঞ্চ  ও বাস মালিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হলেও মানা হয়নি স্বাস্থ্য বিধি। এমনকি গতকাল থেকে বাস চলাচল শুরু হলেও সেখানেও একই অবস্থা।