• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বড় মানব লোগো

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিশ্বের সবচেয়ে বড় মানব লোগো প্রদর্শিত হয়েছে বরিশালে।

মঙ্গলবার (৩০ মার্চ) নগরীর বঙ্গবন্ধু উদ্যোগে এক লাখ ৫৮ হাজার স্কয়ার ফুটের মানব লোগোর উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি বলেন, ‘এটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। এর আগে এত বড় মানব লোগো বিশ্বের আর কোথাও প্রদর্শিত হয়নি। এ কারণে মুজিববর্ষের মানব লোগো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়ার দাবি রাখে।’

আয়োজক কমিটির একাধিক সদস্য জানান, সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৯ হাজার ৫৬৮ জন স্বেচ্ছাসেবী আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্য, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ মিলে মানব লোগো তৈরিতে অংশ নেন।

jagonews24

বঙ্গবন্ধুকে নিয়ে মানব লোগোর দৈর্ঘ্য এক হাজার ৩৫০ ফুট এবং প্রস্থ এক হাজার ৮০০ ফুট। বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে দুই হাজার ৪০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে। তার বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফুট এবং মুজিব কোট ছিল এক হাজার ৯২০ স্কয়ার ফুট জায়গা জুড়ে। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি প্যানাফেলেক্স প্ল্যাকার্ড কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে মুজিব বর্ষের লোগো ফুটিয়ে তোলা হয়। এতে ১২ হাজারের অধিক মানুষ অংশ নেন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নাঈমুল হোসেন লিটু বলেন, ‘মানব লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে প্রস্তুতি চলছে বঙ্গবন্ধু উদ্যানে। প্রায় ২ লাখ স্কয়ার ফিট আয়তনের বঙ্গবন্ধু উদ্যানের এক লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গা জুড়ে মুজিব বর্ষের মানব লোগো প্রদর্শন করা হয়।’

jagonews24

তিনি বলেন, ‘দৈর্ঘ্য ও প্রস্থ মিলিয়ে এত বৃহৎ আকারের মানব লোগো বিশ্বের কোথাও প্রদর্শিত হয়নি। তাই বঙ্গবন্ধু উদ্যানে প্রদর্শিত মানব লোগো বিশ্বের সবচেয়ে বড় মানব লোগো।’

বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, ‘এত বড় মানব লোগো তৈরির নজির নেই। এ কারণে মুজিববর্ষের মানব লোগো গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়ার দাবি রাখে।’