• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘প্রধানমন্ত্রী হজ কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করেন’

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০১৯  

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজের সময় আসলে সংশ্লিষ্ট সবাইকে সুশৃঙ্খলভাবে কাজ পরিচালনার নির্দেশ দেন। তিনি আল্লাহর মেহমানদের কষ্ট সহ্য করতে পারেন না। তাদের চোখে পানি এটা কোনো ভাবেই প্রধানমন্ত্রী সহ্য করবেন না। এজন্য হজ কার্যক্রম কঠোরভাবে পর্যবেক্ষণ করেন তিনি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত দিনব্যাপী হজ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও গণমাধ্যমের সহযোগিতাও ছিল।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, অতীতে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশের (হাব) কারণে হজ কার্যক্রম নষ্ট হয়েছে। তবে বর্তমান কমিটি খুব ভালোভাবেই কাজ করছে। তাদের প্রশংসা করতে হচ্ছে। ২০২০ সালের হজ কার্যক্রম যাতে আরও ভালোভাবে করা যায়, সে চেষ্টা করছি।

এতে ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, অতীতের যেকোনো বছরের তুলনায় এবারের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের হজে পাঠিয়েছিলেন মূলত হজ কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য। কেননা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজিদের কোনো দুর্ভোগ দেখতে চান না।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুজিবুল হাসান মাইজভান্ডারি, উপ সচিব রহিমা আক্তার, হাব সভাপতি শাহাদাত হোসেন তসলিম প্রমুখ।

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন আলেম-ওলামা, হজ এজেন্সির প্রতিনিধিসহ হজ সম্পর্কিত দায়িত্বশীল ব্যক্তিরা অংশ নেন।

২০২০ সালের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে ধর্ম মন্ত্রণালয় এ কর্মশালার আয়োজন করে।