• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিখোঁজের ২৯ ঘন্টা পর শিশু জান্নাতকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

বানারীপাড়া প্রতিনিধিঃ বানারীপাড়া ফেরী ঘাটের পল্টুন থেকে সন্ধ্যা নদীতে পরে গিয়ে জান্নাত নামের এক শিশু নিখোঁজ হওয়ার ২৯ ঘন্টা পর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ সোমবার রাত সাড়ে ১২টায় বানারীপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা বন্দর বাজার সংলগ্ন ফেরী ঘাট থেকে নিখোঁজ শিশু জান্নাতকে উদ্ধার করে থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে বানারীপাড়া ফেরীঘাট এলাকার একাধিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্ব-উদয়কাঠী গ্রামের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের মেয়ে ও মলুহার নুরানী মাদরাসার ছাত্রী জান্নাত (৬) চাউলাকাঠী গ্রামের মামা শহীদের বাড়ি থেকে পিতা-মাতার সাথে নিজ বাড়িতে ফেরার পথে ফেরী ঘাটের পল্টুন থেকে সন্ধ্যা নদীতে পরে নিখোঁজ হয়। খবর পেয়ে ওই রাতেই বানারীপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো.আবুল হোসেনের নেতৃত্বে একদল ডুবুরী সন্ধ্যা নদীতে নিখোঁজ শিশু জান্নাতকে উদ্ধারের জন্য অভিযান চালায়। রাত ২টার পর তাদের উদ্ধার অভিযান বন্ধ রাখেন এবং তারা পরদিন রোববার সকাল থেকে পূনরায় শিশু জান্নাতকে উদ্ধার অভিযান শুরু করে।
এ ব্যাপারে নিখোঁজ হওয়া শিশুর পিতা মো.জাহাঙ্গীর হোসেন কান্নাজড়িত কন্ঠে জানান, শনিবার সন্ধ্যায় তার স্ত্রী ও শিশু কন্যা জান্নাতকে নিয়ে উপজেলার চাউলাকাঠী গ্রামের বোনজামাই বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় রাত অনুমান সাড়ে ৭টার দিকে বানারীপাড়া ফেরী ঘাটের পন্টুনের ওপর খেয়া পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তারা শিশু জান্নাতকে ওই ফেরীর পন্টুনের পিলারের পাশে (নদীর দিকে) দাড় করে রেখে ছিলেন। হটাৎ করে সে একটি মোবাইল ফোনে কথা বলার সময় তার মেয়ের চিৎকার শুনতে পেয়ে পিছনের দিকে তাকিয়ে আর তাকে না দেখে চিৎকার করে কান্না শুরু করে। তার ধারনা শিশু জান্নাত ফেরীর পিলারের পাশে দাড়িয়ে থাকার সময় পাঁ পিছলে সন্ধ্যা নদীতে পড়ে গেছে। এ সময় ফেরী ঘাটের লোকজন ওই শিশুকে উদ্ধার করার জন্য সন্ধ্যা নদীতে অনেক খোঁজা-খুজি করেন। তারা ওই শিশুকে উদ্ধার করতে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস’র ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে শিশু জান্নাতকে উদ্ধার করার জন্য দু’টি ট্রলারে পৃথক ভাবে অভিযান চালায়। সে অনুযায়ী তারা আজ রাত সাড়ে ১২টার দিকে ফেরী ঘাট এলাকা থেকে শিশু জান্নাতকে উদ্ধার করে।

এ ব্যাপারে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মো.আবুল হোসেন বলেন, আমরা মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রেখেছি বলেই সন্ধ্যা নদীতে পরে নিখোঁজ হওয়ার ২৯ ঘন্টা পর শিশু জান্নাত’র লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করতে পেরেছি।