• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উজিরপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালিত হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে শুক্রবার প্রত্যুষে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসবের সূচনা করে উপজেলা প্রশাসন। পরে জাতির পিতার ভার্স্কযে পুস্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্তরে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহন, কুজকাওয়াজ প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার সদস্যদের সংবর্ধণা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ, পুরস্কার প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শণ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোকসজ্জা করা হয়েছে সরকারী বিভিন্ন অফিসসহ বিভিন্ন স্থাপনায়ও। উপজেলা পরিষদ চত্তরের মঞ্চে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন বরিশাল-২আসনের এমপি মো.শাহে আলম, উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান।

অন্যদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সকাল আটটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও মুজিব বর্ষের পতাকা উত্তোলন, জাতির পিতার ভার্স্কযে ফুলেল শ্রদ্ধা নিবেদন, সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন, নেতা-কর্মীদের সমন্বয়ে স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উৎসবের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-২আসনের এমপি মো.শাহে আলম।

বিশেষ অতিথি ছিলেন,  উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, পৌরমেয়র ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক হেমায়েত উদ্দিন হিমু, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

আলোচনা সভায় বরিশাল-২আসনের এমপি মো.শাহে আলম সাংবাদিকদের বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল। এই স্বাধীনতার ৫০ বছরের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করছে বাংলাদেশ। এই সুবর্ণ জয়ন্তী উৎসবে ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলেন।