• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উজিরপুরে আন্তঃজেলা ইজি বাইক ছিনতাই চক্রের এক সদস্য গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

বরিশালের উজিরপুরে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট (শনিবার) বিকেলে বরিশাল লঞ্চ ঘাট থেকে হাসান নামে এক ইজিবাইক চালককে ঘোরাঘুরির জন্য আন্তঃজেলা গাড়ী ছিনতাই চক্রের তিন সদস্যরা ভাড়া করেন। আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের ওই সদস্যরা ঘুরে ফিরে সন্ধ্যায় আসেন উজিরপুর উপজেলার মেজর জলিল সেতুতে। সেতুতে গিয়ে তারা গাড়ী থেকে নেমে কথার ছলে ওই গাড়ী চালক হাসান খাঁনকে সন্ধ্যা নদীতে ফেলে দিয়ে গাড়ী ছিনতাই করার চেষ্টা করেন তারা। ভাগ্যক্রমে চালক রেলিং ধরে বেঁচে গিয়ে চিকিৎকার দিলে লোকজন আসলে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এসময় স্থানীয়রা ধাওয়া করে টহল পুলিশের এসআই কমল চন্দ্র দে’র সহযোগীতায় সেতুর ঢাল থেকে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের সদস্য সুজন শিকদার(২৮)কে শনিবার রাতে গ্রেফতার করেন। সে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের আবুল কাসেমের ছেলে। সুজনসহ অন্য দুই সদস্যদের বিরুদ্ধে ইজিবাইক চালক হাসান খাঁন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন, যার নং-৩৮(৩০-৮-২০২০)। ইজিবাইক চালক হাসানের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলার বশিরকান্দি গ্রামে হালিম খানের ছেলে। সে বরিশাল থেকে গাড়ী চালান। গ্রেফতারকৃতকে আজ রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান সাংবাদিকদের জানান, শিকারপুর মেজর জলিল সেতু এলাকায় ইজিবাইক ছিনতাইকালে স্থানীয়রা সুজন সিকদার (২৮) নামের একজনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। সুজনসহ অন্য সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত সুজন ইজিবাইক ছিনতাই চেষ্টার কথা স্বীকার করেছেন।