• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইঁদুর নিধনে ৩ কোটি ২০ লাখ ডলারের প্রকল্প

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০১৯  

নিউইয়র্কে ইঁদুর নিধন প্রকল্পে ৩ কোটি ২০ লাখ ডলারের প্রকল্প নেওয়া হয়েছে। ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ ব্যস্ততম নিউইয়র্ক শহর। ম্যানহাটনের ব্যস্ততম সাবওয়েতে, সিটির অধিকাংশ পুরনো ভবনে, বিভিন্ন রেস্তোরাঁয় ইঁদুরের উৎপাত বেড়ে চলেছে।

আবর্জনার ক্যানের ভেতরেও স্বল্প সময়েই বাসা বাঁধছে, বংশ বিস্তার করছে ইঁদুর। নিউইয়র্ক সিটিতে অসংখ্য রোগের বাহক এই ইঁদুর। যাদের সংখ্যা ৮০ লাখেরও বেশি বলে মনে করা হচ্ছে। সিটির ৮০ লাখ জনসংখ্যার প্রত্যেকের ভাগে একটি করে ইঁদুর সঙ্গী রয়েছে।

২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত সিটির স্বাস্থ্য বিভাগ ইঁদুর বিষয়ে ১০ হাজারের বেশি অভিযোগ পেয়েছে। এ ছাড়া ম্যানহাটন, ব্রুকলিন ও ব্রঙ্কসে ২৪ হাজারের অধিক বাড়ি পরিদর্শনে ১৫ শতাংশেরও বেশি বাড়িতে ‘ইঁদুরের অস্তিত্বের চিহ্ন’ পেয়েছে সিটির স্বাস্থ্য বিভাগ।

সিটির পার্ক, সাবওয়ে এবং অ্যাপার্টমেন্ট ভবনে ইঁদুরের উৎপাত বেশি। এমন বিড়ম্বনার মধ্যে গত জুলাই মাসেই ইঁদুর নিধনের জন্য বিশেষ একটি প্রকল্পে তিন কোটি ২০ লাখ ডলার ব্যয়ের ঘোষণা দেন সিটি মেয়র বিল ডি ব্লাজিও। এই প্রকল্পে এক বছরের মধ্যে অন্তত ৭০ শতাংশ ইঁদুর মেরে ফেলার লক্ষ্য স্থির করেছে সিটি প্রশাসন।

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইঁদুর নিধনের এই প্রকল্পে নিউইয়র্ক সিটির স্যানিটেশন, পার্ক ও স্বাস্থ্য বিভাগের মতো বিভিন্ন সংস্থাকে যুক্ত করা হচ্ছে। সিটির রাস্তায় পুরোনো সব ময়লার ঝুড়ি সরিয়ে বসানো হবে স্টিলের নতুন ঝুড়ি। একোমিল নামে পরিচিত ইঁদুরের ফাঁদ ব্যবহার করা হবে ইঁদুরের বিরুদ্ধে।

নিউইয়র্কের কর্মকর্তাদের মতে, এই ডিভাইসটিতে তিনটি জিনিস জড়িত। একটি মেশিন, একটি ট্র্যাপের দরজা এবং তরল অ্যালকোহল দ্বারা পূর্ণ পুল। ডিভাইসটির আমদানিকারক ইঁদুর ট্র্যাপের সভাপতি অ্যান্টনি গিয়াকুইন্টোর মতে, ফাঁদের দরজা দিয়ে ইঁদুর ঢুকে গেলে, ইঁদুর ছিটকে একটি বালতির ভেতরে থাকা তরল পুলে পড়ে শেষ পর্যন্ত ডুবে মারা যায়।

ব্রুকলিনে এক মাসব্যাপী এই ডিভাইস ব্যবহার করে ১০৭টি ইঁদুরকে ফাঁদে ফেলা হয়েছিল। এই ডিভাইসের ইঁদুরের ট্যাংকে ৮০টি ইঁদুর ধরে রাখতে পারে। এই ডিভাইসটি ইঁদুর মুক্ত শহর গড়ে তুলতে পারে সেই আশাই করছে নগর কর্তৃপক্ষ।