• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আগৈলঝাড়ায় করোনার টিকা নিতে হাসপাতালে উপচে পরা ভিড়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১  

মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে করোনার টিকা নিতে বরিশালের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে উপচে পরা ভিড় লক্ষ্য করা গেছে। উদ্বোধনের পর  থেকে আজ শনিবার পর্যন্ত এই ৬দিনে করোনা টিকা নিয়েছেন ৬শত ২১জন। গত কয়েকদিনে টিকা কার্যক্রম দেখে এবং এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণীর লোকজন উপজেলা হাসপাতালে করোনার টিকা নিতে ভিড় করছেন। যারা টিকা নিয়েছেন তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন।

উপজেলা হাসপাতালে করোনা ভাইরাসের টিকা প্রয়োগের ৬দিনে উপজেলা হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, আগৈলঝাড়া থানা পুলিশ, শিক্ষক, সাংবাদিক, সরকারী-বেসরকারী চাকুরীজীবিসহ ৪শত ৯২ জন ব্যক্তি করোনার টিকা গ্রহন করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারী কোভিড-১৯ টিকা কার্যক্রম উদ্বোধনের দিন ১৮ জন, ৮ ফেব্রুয়ারী ২য় দিনে ১৬ জন, ৯ ফেব্রুয়ারী ৩য় দিনে ৩০ জন, ১০ ফেব্রুয়ারী ৪র্থ দিনে ১০৭ জন ও ১১ ফেব্রুয়ারী ৫ম দিনে ২২০জন, ৬ষ্ঠ দিন আজ শনিবার ২৩০জনসহ  মোট ৬ শত ২১ জন ব্যক্তি কোভিড-১৯ টিকা গ্রহন করেছেন।

এব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বখতিয়ার আল মামুন সাংবাদিকদের জানান, টিকা প্রদান কার্যক্রমের শর্ত শিথিল করায় সম্মুখ যোদ্ধা ছাড়াও ৪০ বছরের উর্ধ্বে সাধারন জনগন টিকা নিতে হাসপাতালে ভিড় করছেন। অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়াও স্পট রেজিস্ট্রেশন করে তাৎক্ষনিক টিকা প্রদানের ব্যবস্থা করছেন সরকার।

টিকা নিতে আসা ব্যবসায়ী খোকন তালুকদার জানান, টিকা গ্রহনের সময় তেমন কোন ব্যথা পাওয়া যায় না। নেই কোন রকম পার্শ্বপ্রতিক্রিয়াও। কোভিড-১৯ টিকা নিয়ে করোনা থেকে নিজেদের সুরক্ষিত রাখার কথাও বলছেন তারা। টিকা প্রয়োগের ভয়ভীতি যতটুকু ছিল, এখন তা একেবারেই নেই বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তাই মানুষ এখন উৎসবমুখর পরিবেশে স্ব-প্রনোদিত ভাবে টিকা নিচ্ছে। দিন যতই যাচ্ছে ততই মানুষ উৎসবমুখর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা হাসপাতালের টিকা কেন্দ্রে এসে টিকা নিচ্ছেন।