• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনে আগ্রহী নেতাদের নিয়ে আতঙ্কে বিএনপি

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১ জুন ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা অনেক আগেই দিয়েছে বিএনপি। তবে দলটির কেন্দ্রীয় ও তৃণমূলের দেড় শতাধিক নেতা নির্বাচন করতে আগ্রহী। এসব নেতাকে নিয়ে আতঙ্কে আছেন বিএনপির সিনিয়র নেতারা। কারণ নেতাকর্মী না থাকলে আগের মতোই তাদের আন্দোলন-কর্মসূচির নামে নাশকতার পরিকল্পনা ভেস্তে যাবে।

জানা গেছে, দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্রভাবে নির্বাচন করতে আগ্রহী বিএনপি নেতারা এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তাদের সমর্থন দিচ্ছেন তৃণমূল পর্যায়ের কর্মীরাও। বিষয়টি বিএনপির হাইকমান্ডে জানাজানি হতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

বিএনপির কোনো কোনো সিনিয়র নেতা অবশ্য বলছেন- এটি এক ধরনের চক্রান্ত। নেতাকর্মীরা ব্যক্তিগত কোন্দলের জেরে একে অপরের নামে গুজব ছড়াচ্ছেন। তবে এর ফলে বিএনপির অভ্যন্তরে বিভ্রান্তি বাড়ছে।

এদিকে গোপন সূত্রে জানা গেছে, বিএনপির সাবেক এমপি উকিল আব্দুস সত্তার ও হারুন-অর-রশিদ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই তালিকায় আছেন নারায়ণগঞ্জে বিএনপি থেকে বহিষ্কৃত তৈমুর আলম খন্দকারও। এছাড়া চট্টগ্রামে বিএনপির অন্তত চারজন নেতা এবং সিলেটে দলটির একটি বড় অংশ নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে।

নাম না প্রকাশ করার শর্তে নির্বাচনে আগ্রহী বিএনপির এক নেতা বলেন, আন্দোলন-কর্মসূচির নামে বিশৃঙ্খলা ও নাশকতার বলি হয়ে আমাদের রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। এ কারণে বিএনপি থেকে মনোনয়ন না পেলেও আমরা স্বতন্ত্রভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গ্রহণ করতে চাই। নির্বাচনের মাধ্যমে জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের আরো কাছাকাছি যেতে চাই।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজনীতির মাঠে টিকে থাকতে বিএনপির নির্বাচনে অংশগ্রহণের বিকল্প নেই। অতীত কর্মকাণ্ডের কারণে তারা এমনিতেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। নির্বাচনের মাধ্যমে তাদের জনগণের কাছাকাছি যাওয়ার সুযোগ রয়েছে। এবার তারা এই সুযোগ কাজে না লাগালে আগামীতে জনগণ তাদের কোনো সুযোগ দেবে না। বিএনপির যেসব নেতা নির্বাচনে অংশ নেবেন, তারা ব্যক্তিগতভাবে লাভবান হবেন। এই নির্বাচনে তারা দলীয় সমর্থন না পেলে আগামীতে দলও তাদের সমর্থন পাবে না।