• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদীতে চাঁদাবাজির অভিযোগে কথিত ৫ সাংবাদিক গ্রেফতার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

বরিশালের গৌরনদীতে চার দোকান মালিককে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির অভিয়েগে মাদারীপুর জেলার কথিত ৫ সাংবাদিককে আটক করে স্থানীয়রা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ২৩ মার্চ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন-মাদারীপুর জেলা সদরের দরগাহ শরীফ সড়ক এলাকার মো. আলাউদ্দিন মাষ্টারের ছেলে আব্দুল আল-মামুন, দুতখালী এলাকার আব্দুল হক হাওলাদারের ছেলে মো. আব্বাস হাওলাদার, নতুন মাদারীপুর এলাকার আজিজ মুন্সীর ছেলে লিখন মুন্সী, চরমুগুরিয়া গ্রামের মৃত শাহ্জাহান তালুকদারের ছেলে মো. নাসিরউদ্দিন  তালুকদার, ঝিকরহাটি এলাকর মৃত আব্দুল মোতালেব শেখের ছেলে এমদাদুল হক শেখ। এসময় তারা কোন পত্রিকার নাম বলতে পারেনি।

এ ব্যাপারে ওই বাজারের ভূক্তভোগী মিষ্টির দোকানদার ও মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত আবুল কালাম মাতুব্বরের ছেলে নাহিদ হাছান বাদি হয়ে আটককৃত ওই ৫ সাংবাদিককে আসামি করে বৃহস্পতিবার রাতে গৌরনদী থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১ বছর পূর্বে আসামিরা আমার দোকানে এসে দোকানের বিভিন্ন ধরনের ছবি তুলে আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ১২শত টাকা নিয়ে যায়। পুনরায় ২৩ মার্চ(বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৪টার দিকে ওই আসামিরা বাকাই বাজারে এসে আমাদের অনুমতি ব্যতিরকে আমার দোকানসহ সাক্ষী মিলন বাড়ৈ ও মো. তাকিফ এর দোকানের ছবি তুলতে থাকে। আমিসহ সাক্ষী মিলন বাড়ৈ  ও তাকিফ এর দোকানের ছবি তোলার কারণ জিজ্ঞাসা করলে আসামিরা নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে বলে যে, “আপনাদের দোকান অপরিষ্কার। মোবাইলে ধারনকৃত এ ছবি পেপার পত্রিকাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে আপনাদের ব্যবসার ক্ষতিসাধন হবে" বলে ভয়ভীতি প্রদর্শন করেন।

এ সময় আমাদের প্রত্যেক দোকানদারের কাছে দুই হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা দাবি করে আসামিরা। এছাড়া আসামিরা সাক্ষী তরুলক্ষ নাথ নাগের কাছে নিজেদেরকে পানি উন্নয়ন বোর্ডের সদস্য পরিচয় দিয়ে বাকাই বাজারের তার (তরুলক্ষ) দোকানসহ বাড়ির কাগজপত্র যাচাই-বাছাই করে সঠিক নয় বলে জানায়। তখন তরুলক্ষ নাথের কাছে আসামিরা ৫ হাজার টাকা দাবি করে। আমাদের সন্দেহ হলে আসামিদের কৌশলে দোকানের ভেতর বসিয়ে রেখে বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে স্থানীয়রা অভিযুক্তদের পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ব্যাপারে গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, ওই বাজারের ভূক্তভোগী ব্যবসায়ীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়ে বৃহস্পতিবার রাতেই চাঁদাবাজির মামলা রুজু করা হয়েছে। আটককৃত ওই ৫ জনকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।