• বুধবার   ২৯ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বিএনপি ধ্বংস করে, আওয়ামী লীগ সৃষ্টি করে: প্রধানমন্ত্রী পহেলা বৈশাখ থেকে শতভাগ ভূমি উন্নয়ন কর অনলাইনে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধনী), ২০২৩’এর খসড়া নীতিগতভাবে অনুমোদন ভূমি উন্নয়ন কর আদায় হবে জুলাই-জুন মেয়াদে সৌদি আরবে বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে

বাবুগঞ্জে ১৫৭জন কৃষকদের মাঝে ২ কোটি ২০লক্ষ টাকার ঋণ বিতরণ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দিনব্যাপী কৃষি ঋণ মেলা উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। ১৪ মার্চ বিকেলে ১শত ৫৭জন কৃষকদের মাঝে  ২কোটি ১৯ লক্ষ ৪৫হাজার টাকার কৃষি ঋন বিতরণ করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে ১৪ মার্চ বাবুগঞ্জ উপজেলা স্টেডিয়ামে অগ্রণী ব্যাংক লিমিটেড’র মহাব্যবস্থাপক(বরিশাল সার্কেল)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি ঋণ মেলার উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।

মেলায় সহাস্রাধিক কৃষক ও ৪৫টি প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন। কৃষি ঋণ বিতরণ সভায় বরিশাল জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, যারা কৃষি ঋণ পেয়েছেন তার সঠিক নিয়মে ব্যবহার করে ঋন ফেতর দিবেন। তাহলেই পুনরায় আপনাদের ঋণ দেওয়া হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় কৃষকদের কথা চিন্তা করে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। প্রনোদনার মাধ্যমে বিনামুল্যে কৃষকদের বীজ ও সার দিচ্ছেন। এমনকি কৃষকদের চাষাবাদের জন্য স্বল্পে মূল্যে বিভিন্ন ব্যাংক থেকে কৃষি ঋণ দিচ্ছেন এই সরকার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ ব্যাংকের বরিশাল জেলা পরিচালক বিষ্ণুপদ কর।

কৃষি ঋণ বিতরণ সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ-পরিচালক মো.মুরাদুল হাসান, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা, সোনালী ব্যাংক বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক গোপাল চন্দ্র গোলদার, জনতা ব্যাংক লিমিটেডের বরিশাল বিভাগীয় মহাব্যবস্থাপক মোহাম্মাদ  মিজানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো.নুরুল আলম, বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা মো.মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুবাস সরকারসহ প্রমুখ।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বিভিন্ন উপজেলার ১শত ৫৭জন কৃষকদের মাঝে ২ কোটি ১৯লক্ষ ৪৫ হাজার টাকার কৃষি ঋণের চেক বিতরণ করেন। সর্বোচ্চ ২০লক্ষ এবং সর্বনিম্ম ২০হাজা টাকার ঋণ বিতরণ করা হয়েছে।