• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

আগৈলঝাড়া প্রতিনিধিঃ ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যেগে আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে জাতীয় ও সমবায় পাতাকা উত্তোলন করা হয়।

পরে সকাল ১১টায় শহীদ সুকান্ত আবদুল্লাহ হলরুমে গৌরনদী সহকারী কমিশনার(ভুমি)মো.রফিকুল ইসলামের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান, আনসার ভিডিপি কর্মকর্তা আয়শা খাতুন, উপজেলা কন্যা শিশু এ্যাডভোকেশী ফোরামের উপজেলা সভাপতি এলিনা জাহিন পুতুলসহ প্রমুখ। পরে সমবায় কাজে বিভিন্ন অবদান রাখায় সমবাদীয়ের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

এব্যাপারে উপজেলা সমবায় কর্মকর্তা মো.কামরুজ্জামান বলেন, সমবায় অধিদপ্তর থেকে প্রতিবছর জাতীয় সমবায় দিবস পালন করা হয়ে থাকে। ভালো কাজের জন্য সমবায়ীদের পুরুস্কৃত করা হয়। সমবায় অধিদপ্তর থেকে প্রতিবছর উপজেলার সমবায় সমিতির মাধ্যমে দরিদ্র লোকজনকে গরু ক্রয় ও গরুর খাবারের জন্য ঋন দেওয়া হয়ে থাকে। তারা ওই ঋনের টাকা দিয়ে গরু লালন-পালন করে অনেক পরিবার বর্তমানে স্বাবলম্ভী হচ্ছে। ভালো কাজের জন্য তিনজন সমবায়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।