• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

মেহেন্দিগঞ্জে নদীতে ডাকাতির প্রস্তুতি,গ্রেফতার ২

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯  

বরিশালের মেহেন্দিগঞ্জের আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেফতার করেছে কাজীরহাট থানা পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার বামনের চর এলাকার রুবেল (২৫) ও করিম (২৬)। তাদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও হত্যা মামলা রয়েছে। 

তারা দ্রুতগতির নৌযান (সি-বোট) ভাড়া করে নদীতে বিভিন্ন ধরনের মালবাহী নৌযানে ডাকাতি করতেন।

বুধবার (০৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও চাঁদপুরের নদী এলাকায় একদল ডাকাত কয়েকদিন ধরে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো।

মূলত তারা বরিশালের বিভিন্ন জায়গা থেকে সি-বোট ভাড়া করে নদীপথে চলাচলরত বাল্কহেড, কার্গোসহ মালবাহী নৌযানে ডাকাতি করতো। এ কাজে তারা মুখোশ, রং ও দেশীয় অস্ত্র ব্যবহার করতো।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাতে কাজীরহাট থানার জয়নগর ও লতা ইউনিয়ন সংলগ্ন আন্ধারমানিক নদীতে পুলিশ অভিযানে নামে। এ সময় ডাকাতদলের ছয় সদস্য একটি নৌযানে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার সদস্য পালিয়ে গেলেও দু’জনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে কালো কাপড়, রং, দু’টি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও হত্যা মামলা রয়েছে। তবে মঙ্গলবার রাতের এ ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে আরো একটি মামলা দায়ের করা হচ্ছে। যার বাদী হবে পুলিশ।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে অনেকের নাম ও বেশ কিছু তথ্য পাওয়া গেছে। যা পরবর্তী অভিযানে সহায়তা করবে।