• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার নতুন ভেরিয়েন্টে যে ভুল একদমই করবেন না

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

বুস্টার ডোজও ব্যর্থ নতুন করোনার ভেরিয়েন্টে। তাই বিশ্বে করোনার নতুন রূপ নিয়ে আতঙ্কিত সবাই। করোনার এ নতুন ধরনটির নাম বিএফ.৭। এই ভেরিয়েন্ট এতই শক্তিশালী যে করোনাপ্রতিরোধী বুস্টার ডোজও এক্ষেত্রে কার্যকরী হতে পারে না। তাই করোনার নতুন ভেরিয়েন্ট থেকে নিজ ও পরিবারকে দূরে রাখতে হলে ভুলে না গিয়ে মেনে চলতে হবে কিছু প্রয়োজনীয় বিষয়।

বাংলাদেশে এখনও করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভেরিয়েন্ট বিএফ-৭-এর উপস্থিতি পাওয়া যায়নি। তবে আগে থেকেই এ ভেরিয়েন্টটি নিয়ে সবার সতর্ক থাকা উচিত। শীতের এই মৌসুমে করোনার প্রভাব বেড়ে যাওয়ার আশঙ্কা অনেক বেশি। তাই এই সময়টাতে সতর্ক হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বললেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পার্শ্ববর্তী দেশ ভারতে এরই মধ্যে আবার মাস্কপরা বাধ্যতামূলকসহ বুস্টার ডোজ গ্রহণের ওপর জোর দিয়েছে। তবে সচেতনতার অভাব থাকলে করোনা টিকা কার্যকর না হয়ে মৃত্যুর আশঙ্কা বেড়ে যাওয়ার প্রবণতা রয়েছে। তাই মাস্ক পরা, টিকা গ্রহণ ছাড়াও মেনে চলতে হবে আরও কিছু বিধিনিষেধ। আসুন জেনে নিই সেসব বিধিনিষেধ বা নিয়মের কথা, যা ভুলে গেলে একদমই চলবে না।

১। নতুন এই ভেরিয়েন্টটি থেকে বাঁচতে অবশ্যই আপনার বুস্টার ডোজ নিশ্চিত করুন।

২। অনেকেই মনে করেন, বুস্টার ডোজ নিলে তার আর চিন্তা নেই। করোনা থেকে তিনি মুক্তি পেয়ে গেছেন। বিষয়টা কিন্তু মোটেও তেমন নয়। ভ্যাকসিন নিলেই যে আপনি রোগ থেকে বাঁচবেন এমন নয়। এরপরও করোনায় আক্রান্ত হতে পারেন আপনি।

তবে টিকা গ্রহণের মাধ্যমে আপনার রোগ প্রতিরোধী ব্যবস্থা শক্তিশালী হবে এবং বিধিনিষেধ মেনে চলার কারণে আপনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হবেন বলে মনে করেন চিকিৎসকরা।

৩। অনেকেই বুস্টার ডোজ নেয়া তাকলে সাধারণ হাঁচি, কাশি, ঠান্ডা লাগার মতো লক্ষণগুলো তেমন গুরুত্ব দেন না; যা মোটেও সঠিক নয়। এসব উপসর্গ দেখা দিলেই বুস্টার ডোজ গ্রহণ করলেও প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করা উচিত।

৪। অনেকেই মনে করছেন, করোনায় একবার আক্রান্ত হলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যে ধারণা একেবারে একদমই ভুল। করোনা আক্রান্তের ৩ মাস পর আবারও আপনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

৫। বাংলাদেশে করোনা স্বাভাবিক মনে হলেও যে কোনো সময় করোনা পরিস্থিতি সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। তাই মুখে মাস্ক পরার অভ্যাস আবার ফিরিয়ে আনুন।

৬। এ সময় ভ্রমণ কিংবা কোনো পার্টিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন। মানুষের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে।

৭। খাওয়ার আগে সাবান পানি দিয়ে ভালো করে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। বাইরের খাবার এড়িয়ে চলার পাশাপাশি অকারণে চোখ, মুখে হাত দেয়ার অভ্যাস বন্ধ করুন। তবেই নিরাপদে থাকতে পারবেন করোনার নতুন ভেরিয়েন্ট বিএফ.৭-এর মরণথাবা থেকে।