• মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে শিক্ষা ব্যবস্থায় বিশ্বে বাংলাদেশ অনুকরণীয়: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের পরিবার নেয়ার পথ বন্ধ হচ্ছে

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

বাংলা‌দেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থী‌দের জন্য নতুন নী‌তিমালা ঘোষণা ক‌রে‌ছে যুক্তরাজ্য। এতে দেশটিতে পিএইচ‌ডি ছাড়া অন্যকোনো কো‌র্সের শিক্ষার্থীরা অধ্যয়নের সময় সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে যেতে পারবেন না। যুক্তরজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মঙ্গলবার (২৩ মে) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সব ঠিক থাকলে আগামী ২০২৪ সালের জানুয়ারি থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রাভারম্যান স্বাক্ষরিত ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে এসে পড়াশোনা বাদ দিয়ে কাজ করার প্রবণতা ঠেকাতেও প্রয়োজনী পদক্ষেপ নেয়ার চিন্তাভাবনা সরকার। মূলত ভিসা ব্যবস্থার অপব্যবহার ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, গত বছর বিদেশি শিক্ষার্থীদের আত্মীয়-পরিবারের সদস্য পরিচয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ১ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষ। ২০১৯ সালে, যখন কনজারভেটিভ পার্টি দেশটিতে ক্ষমতায় আসে, সেই সময়ের তুলনায় এই সংখ্যা আটগুণ। ওই বছর মাত্র ১৬ হাজার মানুষ শিক্ষার্থীদের পরিবারের সদস্য হিসেবে যুক্তরাজ্যে এসেছিলেন।
 
মঙ্গলবারের বিবৃতিতে এ বৃদ্ধিকে ‘অনাকাঙ্ক্ষিত উল্লম্ফন’ বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েল্লা ব্রাভারম্যান আরও বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল লোকজনের ভিসা নিয়ে যুক্তরাজ্যে আসার প্রবণতায় অনাকাঙিক্ষত উল্লম্ফন আমরা লক্ষ্য করছি। এই পরিস্থিতিতে আমাদের অর্থনীতি গতিশীলতা ও বিভিন্ন সরকারি পরিষেবার মান অক্ষুণ্ণ রাখতে বাধ্য হয়েই এ পদক্ষেপ নিতে হচ্ছে।’

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রীদের বলেছেন, অভিবাসন নিয়ে নতুন এ নীতি অভিবাসী কমাতে সাহায্য করবে।
 
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের তথ্য অনুযায়ী, আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ সিদ্ধান্ত সম্পর্কে প্রধানমন্ত্রী ঋষি সুনাক মন্ত্রিসভাকে অবহিত করেছেন।