• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেড় মণের মিষ্টি কুমড়া দেখতে ভিড়

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

মেহেরপুরের গাংনী উপজেলার জুগিরগোফা গ্রামের কৃষক সাইফ আহাম্মেদ ৬০ কেজি তথা দেড় মণ ওজনের মিষ্টি কুমড়া চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। আর এই মিষ্টি কুমড়া দেখতে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শনের জন্য আনা হয়েছে বিশালাকৃতির এই মিষ্টি কুমড়া। ‘কৃষিই সমৃদ্ধ’ এ প্রতিপাদ্যে সোমবার দুপুরে গাংনী উপজেলা অডিটোরিয়াম চত্ত্বরে দুইদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

কৃষক সাইফ আহাম্মেদের জমিতে উৎপাদিত এই মিষ্টি কুমড়া একদিকে যেমন এলাকাবাসীর দৃষ্টি কেড়েছে, অন্যদিকে নজর কেড়েছে মেলার বিচারকদেরও।
 
সাইফ আহাম্মেদ বলেন, পুকুর পাড়ের একটি পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করেছি। সেখানে বেশ কিছু উচ্চ ফলনশীল দেশীয় জাতের মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে ছিলাম। সেখানেই এই মিষ্টি কুমড়া হয়েছে। সেটির ওজন হয়েছে ৬০ কেজি বা দেড় মণ। মেলা দেখতে আসা দর্শনার্থীরা মিষ্টি কুমড়ার ছবি তুলছে এবং কেউ সেলফি তুলছে। এটিই জেলার একমাত্র বড় ও বেশি অজনের মিষ্টি কুমড়া।

গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিকদার মোহাম্মদ মহাইমেনুল আক্তার বলেন, জেলার মাটি সবজি উৎপাদনের জন্য খুবই উপযোগী। যেকোনো সবজি এ মাটিতে ভালো ফলন পাওয়া সম্ভব। জেলায় হাইব্রিডসহ দেশীয় বারি-৩, বারি-২, বারি-৭, হাজরি, জলদি, মিটাল মিষ্টি কুমড়ার আবাদ হয়ে থাকে।

তিনি বলেন, কৃষক সাইফ আহাম্মেদ প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী এক ইঞ্চি জমি ফেলে না রেখে পুকুর পাড়ে মিষ্টি কুমড়ার চাষ করেছেন। এতে একটি গাছে ৬০ কেজি ওজনের মিষ্টি কুমড়া হয়েছে। এটিই আমাদের জানামতে সবচেয়ে বেশি ওজন ও বড় সাইজের মিষ্টি কুমড়া।