• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১ মশার কামড়ে ৪ সপ্তাহ কোমায় যুবক, ৩০ বার অস্ত্রোপচার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

মশার কামড়ের পর কমপক্ষে ৪ সপ্তাহ কোমায় থাকতে হয়েছে ২৭ বছর বয়সী জার্মান যুবক সেবাস্টিয়ান রটস্ককে। ২০২১ সালের গ্রীষ্মের পর থেকে এ পর্যন্ত মোট ৩০ বার অস্ত্রোপচার করতে বাধ্য হয়েছেন।
গত দেড় বছরের বিভিন্ন সয়ে তাকে রক্তদূষণ এবং তার পাশাপাশি যকৃৎ, কিডনি, হৃৎপিণ্ড ও ফুসফুস অকার্যকর হয়ে যাওয়ার মতো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে।  

জানা গেছে, তার এ দুর্দশার জন্য দায়ী তুচ্ছ একটি মশার কামড়। প্রায় দেড় বছর আগে ‘এশিয়ান টাইগার’ প্রজাতির একটি মশা তাকে কামড়ানোর পর থেকেই ভয়াবহ সব শারীরিক জটিলতার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। এখনও রোগশয্যা থেকে উঠে দাঁড়ানোর মতো অবস্থা হয়নি তার।

এক সাক্ষাৎকারে রটস্কে বলেন, আমি কখনও দেশের বাইরে যাইনি। মশা আমাকে কামড়েছিল এখানেই এবং সম্ভবত বাড়ির আশপাশেই কোনো স্থানে। ২০২২ সালের কোনো এক সকালে ঘুম থেকে উঠে আমি জ্বর অনুভব করলাম, সেই সঙ্গে খাবারে অরুচি এবং শরীর ও বিশেষ করে বাম পায়ে প্রদাহ। জ্বর ছাড়ার কোনো লক্ষণ ছিল না এবং আমি প্রায় শয্যাশায়ী হয়ে পড়লাম। বাথরুমে যাওয়ার মতো শক্তিও ছিল না।

তিনি বলেন, আমি ভেবেছিলাম, কয়েক দিনের মধ্যেই জ্বর ছেড়ে যাবে, সেই অনুযায়ী ওষুধও খাচ্ছিলাম, কিন্তু তাতে কাজ হচ্ছিল না, ওষুধ খাওয়ার পর জ্বর ছেড়ে দিত, আবার কিছুক্ষণ পর আসত। কয়েকদিন এ রকম অবস্থা চলার পর বাম পায়ের উরুতে একদিন খুব যন্ত্রণা শুরু হলো। তার দু-একদিনের মধ্যেই সেখানে একটি বিশাল বড় ফোঁড়া দেখতে পেলাম। দেরি না করে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার ফোঁড়া দেখামাত্রই আমাকে বললেন- এশিয়ান টাইগার মসকুইটো প্রজাতির মশার কামড়ে এ অবস্থা হয়েছে। তিনি দ্রুত আমাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দিলেন।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেন রটস্কে। বিশেষজ্ঞ ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে জানান, রটস্কের পুরো দেহে অত্যন্ত মারাত্মক একটি ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যে সেই ব্যাকটেরিয়া তার বাম পায়ের উরুর প্রায় অর্ধেক মাংসপেশি ভক্ষণ করে ফেলেছে।

তারপরই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা। বাম পাসহ শরীরের অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গে ওই ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ায় এ পর্যন্ত ৩০ বার সার্জারি করাতে হয়েছে তার। এমনকি বাম উরুর যে অংশে ফোঁড়া হয়েছিল, সেই অংশেও প্লাস্টিক সার্জারির মাধ্যমে নতুন ত্বক লাগাতে হয়েছে। চিকিৎসা চলাকালে প্রায় চার সপ্তাহ কোমায় ছিলেন তিনি।

বর্তমানে তিনি আগের থেকে ভালো। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন।