• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সীমান্ত থেকে স্বর্ণের ৯১ বার জব্দ

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২২  

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ সীমান্ত এলাকা থেকে স্বর্ণের ৯১টি বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮-বিজিবি)। এ সময় আব্দুস শুকুর নামে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে পৃথক দুটি অভিযানে এসব স্বর্ণ জব্দ করে বিজিবি। পরে আব্দুস শুকুরের (৩৫) বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতার শুকুরের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর থানার ধোপাখালী নুতনপাড়া।

রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, এক স্বর্ণ চোরাচালানকারী দর্শনা থেকে জীবননগরের দিকে যাচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা এলাকার আকন্দবাড়ীয়া গ্রামে ওঁৎ পাতে বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন আব্দুস শুকুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার মধ্যে  স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৭০০ গ্রাম (৫৯ ভরি ১৫ আনা ৫ রতি ৫ পয়েন্ট)। মূল্য আনুমানিক ৫০ লাখ ৯৯ হাজার ৫৪৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অপর একটি সংবাদের পরিপ্রেক্ষিতে মহেশপুরের যাদবপুর বিওপির টহল দল গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে একটি কলাবাগানে পুঁতে রাখা অবস্থায় ৮৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব সোনা স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এসব স্বর্ণের ওজন ১১ কেজি ৩৯ গ্রাম, মূল্য ৮ কোটি ৪ লাখ ৫৮ হাজার ৫২০ টাকা।

৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চুয়াডাঙ্গার দর্শনা ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে দুটি অভিযানে মোট ৯১ টি স্বর্ণের বার জব্দ করা হয়। এসব ওজন ১১ কেজি ৭৩৮ দশমিক ৮১ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার ৬৫ টাকা।