• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সত্যের জয় হবেই: প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

লোডশেডিংয়ে মানুষের কষ্ট হওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি তা দূর করতে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, আমরা তো লোডশেডিং সম্পূর্ণ দূর করে দিয়েছিলাম। কিন্তু ইউক্রেন-রাশিয়া যুদ্ধটা যদি না হতো, করোনাভাইরাস যদি দেখা না দিতো- আজকে যদি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও মুদ্রাস্ফীতি দেখা না দিতো, তা হলে কোনও কষ্টই হতো না। আজকে আমাদের বাইরের থেকে অত্যন্ত কষ্ট করে জিনিস জোগাড় করতে হচ্ছে। তারপরও সুখবর কাতার ও ওমানের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে। আমরা আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি করবো, যাতে গ্যাস-কিনতে পারি, আনতে পারি, এই কষ্ট দূর করতে পারি।

শনিবার (৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি জানি একবার যখন মানুষের অভ্যাস হয়ে যায়, এরপর যদি বিদ্যুৎ না থাকে তাহলে তার কষ্টটা বাড়ে। আর যখন বিএনপি-জামায়াত সরকারের সময় বিদ্যুৎ ছিলই না, তখন তো হাহাকার করতে হতো।

আওয়ামী লীগের অধীনে নির্বাচন অবাধ হয়নি বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ওরা নির্বাচন অবাধটা শিখলো কোথা থেকে? ওরা অবাধ নির্বাচন তো করতেই জানে না। ভোট চুরি করে সারা জীবন চলছে। তারা নিজেও চোর, সবাইকে চোর দেখে। জনগণের অর্থ আত্মসাৎ করে তারা সম্পদের মালিক।

প্রধানমন্ত্রী বলেন, তারা কথায় কথায় আমাদের সমালোচনা করে, কিন্তু তারা বাংলাদেশের মানুষকে কি দিয়েছিল? হাজার হাজার কোটি টাকা মানিলন্ডারিং করেছে। খালেদা জিয়ার দুই ছেলের মানিলন্ডারিং করা ৪০ কোটি টাকা উদ্ধার করে আনতে সক্ষম হয়েছি। এটা তারা ভুলে গেছে। আর এখনও বাইরে বসে তারা সমানে চোরা টাকা দিয়ে, আর জামায়েত ইসলামি, যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীরা মিলে আমাদের বিরুদ্ধে অপবাদ করার চেষ্টা করে। কিন্তু সত্যের জয় হবেই। এটা কেউ কখনও মুছে ফেলতে পারবে না।

শেখ হাসিনা বলেন, দেশটাকে অগ্নি সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে পুড়িয়ে যারা হত্যা করেছে, বোমা, গ্রেনেড হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের মুখে এখন গণতন্ত্রের ছবক শুনতে হয়। এটাই লাগে সব থেকে দুঃখের।

শতভাগ বিদ্যুতায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা শতভাগ বিদ্যুৎ দিতে পেরেছি। কিন্তু এখন তেল, গ্যাস, কয়লার দাম বেড়ে গেছে। সব থেকে অবাক কয়লাই পাওয়া যাচ্ছে না। আগে একসময় যারা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে আন্তর্জাতিকভাবে, তারাই এখন আবার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে। যার জন্য আমাদের কিনে আনতে সমস্যা হচ্ছে।

প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাজেট বাস্তবায়ন করতে পারবো বলেই আমরা দিয়েছি। আমাদের অনেক জ্ঞানী, গুণী টকশোতে ফাটিয়ে ফেলছেন, এটা (বাজেট) নাকি আমরা বাস্তবায়নই করতে পারবো না। প্রতিবার বাজেটের আগে যে কথা বলে আসছে, তারা কিন্তু ওই কথাই বলে বেড়াচ্ছে। আমরা আমাদের কাজ করে মানুষের জীবনমানের উন্নয়ন করে যাচ্ছি।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য সালমান ফজলুর রহমান, সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।