• শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৪ ১৪৩০

  • || ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বেগম রোকেয়া নারীর জীবন পরিবর্তনের ধারার সূচনা করেছিলেন : রাষ্ট্রপতি গণহত্যা প্রতিরোধে বিশ্বের সম্মিলিত শক্তিকে কাজে লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর সায়মা ওয়াজেদের জন্মদিন আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী

দখলমুক্ত করার পর আবার নদী দখল হয়েছে, এমন নজির নেই: প্রতিমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী দখলমুক্তের কাজ চালিয়ে যাচ্ছি। নদী দখলমুক্ত করার পর আবার দখল হয়েছে, এমন নজির নেই। একটা খালি জায়গা থাকলে মানুষ সেখানে বসে পড়ে। তার মানে এই নয় যে, সেটা দখল হয়ে গেছে। আমরা যেসব জায়গা উদ্ধার করেছি, তা সম্পূর্ণভাবে আমাদের দখলেই আছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) নদী দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘রাইটস অব রিভার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, চারদিকে শুধু হতাশার কথা বলা হয়। যে দেশে ৩০ লাখ মানুষ জীবন দিতে পারে, সে জাতি আবার হতাশার কথা বলে। মানুষ কিছুটা হলেও দেশকে নিয়ে গর্ব করে। নদী নিয়ে এত হতাশার কথা হচ্ছে, এটাও কিন্তু আমাদের জন্য সান্ত্বনা। নেগেটিভ আর পজিটিভ যেটাই হোক, মানুষ নদী নিয়ে কথা বলছে।

তিনি আরও বলেন, আমরা নদী রক্ষা কমিশন গঠন করেছি। বিভাগীয় ও জেলা-উপজেলা পর্যায়ে আমাদের কমিটি আছে। আমরা যেভাবে শুরু করেছিলাম করোনার কারণে সে কাজ ধীরগতি হয়ে পড়েছে। আমরা মানুষকে প্রাধান্য দিয়েছি।

নদী দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, নদী রক্ষা কমিশন অনেক দখল হয়ে গেছে এমন জায়গা পরিদর্শন করেছে। তালিকাও করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়েও পদক্ষেপ নেওয়া হবে। আমাদের সক্ষমতা ও জনবল কিছু দুর্বলতা আছে আমরা সেগুলোকে কাটিয়ে উঠবো। তালিকা যেহেতু হয়েছে বাকি কাজও হবে।

মানুষ সচেতন নয় মন্তব্য করে তিনি বলেন, মাছের পেটের মধ্যে প্লাস্টিক পাওয়া গেছে এমন কথাও এসেছে। এতে তো আমাদের কিছু করার নেই। মানুষ কোথায় কী ফেলতে হবে, তাও বোঝে না। মানুষকে সচেতন হতে হবে।

অনুষ্ঠান পরিচালনা করেন সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিল্লুর রহমান। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতিসংঘের রেসিডেন্ট প্রতিনিধি মিজ গোয়েন লুইস। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত।

এছাড়াও বিভিন্ন স্থান থেকে আসা নদী সুরক্ষা নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য ও মতামত দেন।