• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১২ ১৪৩০

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী

হিসাব-নিকাশ করেই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে: বাণিজ্যমন্ত্রী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২  

সরকার সয়াবিন তেলের দাম সমন্বয়ের কথা ভাবছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘সয়াবিন তেলের দাম এখনও বাড়ানো হয়নি। আন্তর্জাতিক বাজার এবং ডলারের মূল্য বৃদ্ধি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হিসাবে-নিকাশ করেই ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে।’

বুধবার (১৭ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব বলেন। এ সময় টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত ছিলেন।

ডিমের বাজারের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে ডিম আমদানি করা হতে পারে।’

টিপু মুনশি বলেন, ‘টিসিবির পণ্য বিতরণ এবং সুবিধাভোগীদের তালিকাভুক্তির বিষয়ে টিআইবির প্রতিবেদন শতভাগ সঠিক নয়। তাদের হিসাবে গরমিল আছে।’

তিনি বলেন, ‌‘সারাদেশে ১ কোটি সুবিধাভোগীকে টিসিবির পণ্য দেওয়া হবে। প্রায় পুরো দেশের তালিকা চূড়ান্ত করা হয়েছে। ঢাকা শহরের সাড়ে ৪ লাখের তালিকা এখনও বাদ রয়েছে। তবে কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘তালিকাভুক্তির বিষয়ে অনিয়মের অভিযোগগুলো পুরোপুরি অস্বীকার করছি না। তবে এই অনিয়ম সর্বোচ্চ ৫ শতাংশ হতে পারে। আমরা তাও সংশোধনের চেষ্টা করছি।’

টিপু মুনশি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার কারণে প্রতি কেজি চালের দাম সর্বোচ্চ ৫০ পয়সা বাড়তে পারে। অথচ চালের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। এটা অস্বাভাবিক। মানুষের কষ্ট হচ্ছে— এটি আমরা বুঝি। আমাদের কিছুটা সময় দেন, পরিস্থিতি অবশ্যই নিয়ন্ত্রণে আসবে। সুযোগ যখন পায়, ব্যবসায়ীরা সে সুযোগ নেয়-এটি তার প্রমাণ।’