• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্রুত উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সইয়ের আশ্বাস শ্রীলঙ্কার

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধানে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো এবং পণ্য পরিবহনে সময় ও খরচ কমাতে দ্রুত উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সইয়ের আশ্বাস দিয়েছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কার কলম্বো বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্রবন্দর হয়ে চুক্তি অনুযায়ী পণ্য পরিবহনের কথা রয়েছে।

সোমবার কলম্বোয় বাংলাদেশের হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধানের সঙ্গে দেখা করতে গেলে তিনি উপকূলীয় জাহাজ সইয়ের বিষয়টি দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে আলোচনায় দুই দেশের সহযোগিতা জোরদারের ক্ষেত্রে উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ বিশেষ গুরুত্ব পেয়েছে। এ সময় শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী উপকূলীয় জাহাজ চুক্তি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি ট্রান্সশিপমেন্ট ত্বরান্বিত করবে বলে মত দেন। দীনেশ গুনাবর্ধানে এ সময় বলেন, দুই দেশের উপকূলীয় অঞ্চলের মধ্যে পণ্য পরিবহন নিশ্চিত হলে তা ভারতের দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজ্যগুলো, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়াতেও পণ্য পরিবহনে সহায়ক হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা গত বছর উপকূলীয় জাহাজ চুক্তির খসড়া চূড়ান্ত করলেও তা এখনো সই হয়নি।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধানের সঙ্গে আলোচনায় বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের অনুরোধ জানান। এ প্রসঙ্গে বাংলাদেশের হাইকমিশনার জানান, এ মুহূর্তে চীন, ভারত ও সিঙ্গাপুরের সঙ্গে এফটিএ নিয়ে শ্রীলঙ্কায় বিরোধিতা রয়েছে। অথচ বাংলাদেশের সঙ্গে এফটিএর বিষয়ে শ্রীলঙ্কার সব পক্ষ একমত রয়েছে।

টেক্সটাইল ফেব্রিকস নেবে শ্রীলঙ্কা
এদিকে ইউরোপের অভিন্ন বাজারে একসঙ্গে কাজ করার জন্য বাংলাদেশের পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং শ্রীলঙ্কার পোশাক কারখানার মালিকদের সংগঠন জিএএএফ আজ ঢাকায় একটি সমঝোতা স্মারক সই করেছে। এর আওতায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোয় পোশাক বাজারজাত ও ব্যবসা সম্প্রসারণে একে অন্যকে সহায়তা করবে।

শ্রীলঙ্কার জেএএএফের প্রতিনিধি দলতি গতকাল বিজিএমওই ছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা এবং বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় শ্রীলঙ্কার ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে টেক্সটাইল ফেব্রিকস আমদানির প্রস্তাব দিয়েছেন।