• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

বরিশাল প্রতিবেদন
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে শতভাগ স্বচ্ছতা ও মেধা ভিত্তিতে ৮৮ পুলিশ সদস্যর চাকুরী

বরিশাল প্রতিবেদন

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  

বরিশাল প্রতিনিধি : শতভাগ স্বচ্ছতা এবং মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে মনোনীত ৭৫ জন পুরুষ সদস্য ও ১৩ জনসহ নারী সদস্যসহ মোট ৮৮ জন তরুন-তরুনীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

সোমবার বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে তাদের শুভেচ্ছা জানানো হয়। তাদের শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। ফলাফলের চূড়ান্ত কপি হাতে পেলেও নিজের চোখকেও যেন বিশ্বাস করাতে পারছেন না সদ্য চাকরি পাওয়া সদস্যরা। চাকরি পাওয়ায় খুশি তাদের পরিবার।

জেলা পুলিশের পক্ষে নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাহিনী পুলিশ। পুলিশের ভাবমূর্তি অব্যাহত রাখতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে স্বদেশ প্রেমে উদ্ভুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

শুধুমাত্র মেধা এবং প্রয়োজনীয় যোগ্যতার ভিত্তিতেই পুলিশ কনস্টেবল নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, নিয়োগের ক্ষেত্রে কোথাও যাতে কোনও আর্থিক লেনদেন বা অন্য কোনও অনিয়ম না হয় সে ব্যাপারে গোপন তৎপরতা অব্যাহত রেখেই কনস্টেবল নিয়োগে সুষ্ঠুভাবে যাচাই-বাছাই করা হয়েছে।

পুলিশ কনস্টেবল নিয়োগের প্রায় কয়েক মাস আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, লিফলেট বিতরণ এবং জেলার বিভিন্ন স্থানে ব্যানার টাঙানো হয়েছে। আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে সুষ্ঠুভাবে পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়টি সম্পন্ন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়।

পুলিশের চাকরিতে ঘুষ লাগে না জানিয়ে সকলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন নিয়োগ বোর্ডের সভাপতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বাকেরগঞ্জ ও গৌরনদী সার্কেল, বরিশালসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রাথমিকভাবে মনোনীতদের বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে মেডিকেল টেস্ট সম্পন্ন করে পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসাপাতাল রাজারবাগ, ঢাকায় চূড়ান্ত মেডিকেল টেস্ট শেষে তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।